৫..৬..৭ ঘণ্টা..! এসি একটানা কতক্ষণ চালানো যায়? বারবার অন-অফ করেন নাকি?

Last Updated:
Air Conditioner care tips- একটানা অনেকটা সময় এসিতে থাকার অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। তবে ভুলেও এসি বারবার অন-অফ করবেন না। আজকাল বেশিরভাগ বাড়িতে ইনভার্টার এসি। ফলে কম্প্রেসর নিজের মতো করে কাজ করে।
1/6
মার্চের শেষেই ভোল বদলাচ্ছে আবহাওয়া। এবারও কি রেকর্ড গরম পড়বে! আবহাওয়া দফতরের পূর্বাভাস তো তাই বলছে। অনেকে আবার বলছেন, এসি এখন মানুষের জীবনে প্রয়োজনীয় একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে।
মার্চের শেষেই ভোল বদলাচ্ছে আবহাওয়া। এবারও কি রেকর্ড গরম পড়বে! আবহাওয়া দফতরের পূর্বাভাস তো তাই বলছে। অনেকে আবার বলছেন, এসি এখন মানুষের জীবনে প্রয়োজনীয় একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/6
ইনভার্টার ও নন-ইনভার্টার-এই দুই ধরণের এসি বাজারে বিক্রি হচ্ছে। যে যার প্রয়োজনমতো বেছে নিচ্ছেন। বহু সংস্থার মডেল বাজারে হিট। তবে মডেল বাছাই নির্ভর করছে গ্রাহকদের ব্যক্তিগত পছন্দের উপর।
ইনভার্টার ও নন-ইনভার্টার-এই দুই ধরণের এসি বাজারে বিক্রি হচ্ছে। যে যার প্রয়োজনমতো বেছে নিচ্ছেন। বহু সংস্থার মডেল বাজারে হিট। তবে মডেল বাছাই নির্ভর করছে গ্রাহকদের ব্যক্তিগত পছন্দের উপর।
advertisement
3/6
গরমের সময়ে কোনও বাড়িতে সারাদিনে কম-বেশি আট ঘণ্টা এসি চলে। কারও বাড়িতে এসি চলার সময়টা হয়তো একটু কম। বিশেষ করে রাতের সময়টাতে এসি চালানোর দরকার পড়ে বেশিরভাগ বাড়িতে।
গরমের সময়ে কোনও বাড়িতে সারাদিনে কম-বেশি আট ঘণ্টা এসি চলে। কারও বাড়িতে এসি চলার সময়টা হয়তো একটু কম। বিশেষ করে রাতের সময়টাতে এসি চালানোর দরকার পড়ে বেশিরভাগ বাড়িতে।
advertisement
4/6
অনেকে রাতে এসি চালালে টাইমার সেট করে রাখেন। অনেকে আবার বারবার এসি অন-অফ করেন। ভুলেও এই কাজটি করবেন না। বারবার এসি অন-অফ করলে আপনার ইলেকট্রিক বিল কম নয় বেশি আসবে, আর এই অভ্যেস এসি-র জন্যও খুব খারাপ।
অনেকে রাতে এসি চালালে টাইমার সেট করে রাখেন। অনেকে আবার বারবার এসি অন-অফ করেন। ভুলেও এই কাজটি করবেন না। বারবার এসি অন-অফ করলে আপনার ইলেকট্রিক বিল কম নয় বেশি আসবে, আর এই অভ্যেস এসি-র জন্যও খুব খারাপ।
advertisement
5/6
একটানা ৫-৬ ঘণ্টা এসি চালানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য এসি বন্ধ করলে কম্প্রেসরের উপর চাপ কম পড়ে।
একটানা ৫-৬ ঘণ্টা এসি চালানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক ঘণ্টা অন্তর ৫-৭ মিনিটের জন্য এসি বন্ধ করলে কম্প্রেসরের উপর চাপ কম পড়ে।
advertisement
6/6
একটানা অনেকটা সময় এসিতে থাকার অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। তবে ভুলেও এসি বারবার অন-অফ করবেন না। আজকাল বেশিরভাগ বাড়িতে ইনভার্টার এসি। ফলে কম্প্রেসর নিজের মতো করে কাজ করে। ফলে বারবার এসি অন বা অফ করার দরকার পড়ে না।
একটানা অনেকটা সময় এসিতে থাকার অভ্যেস কিন্তু মোটেও ভাল নয়। তবে ভুলেও এসি বারবার অন-অফ করবেন না। আজকাল বেশিরভাগ বাড়িতে ইনভার্টার এসি। ফলে কম্প্রেসর নিজের মতো করে কাজ করে। ফলে বারবার এসি অন বা অফ করার দরকার পড়ে না।
advertisement
advertisement
advertisement