করোনা মেসেজে নতুন প্রতারনার ফাঁদ, চোখের নিমেষে খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আপনার টাকা-পয়সা, সব জরুরি তথ্য চুরি করে নাবে হ্যাকররা
মহামারী করোনা রোখাই চ্যালেঞ্জ। সারা দেশে করোনায় মৃত উনিশ। আক্রান্ত ৮৭৩। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৯। মহারাষ্ট্রে আক্রান্ত সবচেয়ে বেশি। করোনা ভাইরাস ছড়ানোর সঙ্গে সঙ্গেই COVID-19 নাম ব্যবহার করে হ্যাকিংও বাড়তে শুরু করেছে। করোনা ভাইরাস ম্যাপ নামে একটি ম্যালওয়ার ব্যবহার করে বাঙ্কের সব তথ্য, পাসওয়ার্ড-সহ আপনার সব গোপন তথ্য চুরি করে নিচ্ছে।
advertisement
advertisement
মেল, মেসেজে বাঁ হোয়াটাসঅ্যাপের মাধ্যমে COVID-19 নাম ব্যবহার করে গ্রাহকের কম্পিউটারের দখল নেওয়ার চেষ্টা করছে হ্যাকররা। করোনা-বিপর্যস্ত ভারতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে। এরকম কোনও মেসেজ পেলে ক্লিক করবেন না। ওই লিঙ্কে ক্লিক করলেই একটা পেয়ে যাবেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করলে একটি এপিকে ফাইল আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আর সেই ফাইলে থাকা ম্যালওয়ারে আপনার ফনের অ্যাক্সেস নিয়ে নেবে।
advertisement
advertisement