COVID-19 Vaccine Registration: CoWIN-এ এবার ৪ ডিজিটের সিকিউরিটি কোড, জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
CoWIN: জেনে নিন কী ভাবে নিকটবর্তী সেন্টারে ভ্যাকসিনেশনের স্লট বুক করা সম্ভব হবে
CoWIN: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে কথা! তার উপরে আবার তৃতীয় বিশ্বের দেশ! ফলে সরকারের ইচ্ছা যতই সৎ হোক না ক্ন, ভ্যাকসিনেশন নিয়ে গণ্ডগোল একটা চলছেই! সেই সব গণ্ডগোল মিটিয়ে যাতে সার্টিফিকেটে কোনও ভুল না থাকে, যাতে সেন্টারে ভ্যাকসিন নিতে আসা ব্যক্তির সব তথ্য ঠিকঠাক ভাবে রেজিস্টার করা যায়, সেই লক্ষ্যে CoWIN অ্যাপে একটি ৪ ডিজিটের সিকিউরিটি কোড যোগ করতে চলেছে ভারত সরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নির্ধারিত তারিখে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে বুক করা সময় অনুসারে পৌঁছে গিয়ে ওই ৪ ডিজিট সিকিউরিটি কোড বলতে হবে। একমাত্র তার পরেই ভ্যাকসিন পাওয়া যাবে। ভ্যাকসিন নেওয়া হয়ে গেলে নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে আবার CoWIN-এ লগ ইন করতে হবে। তার পর ডাউনলোড করে নেওয়া যাবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট।