Cheap Mobile Plans: ২৮ দিনের দমদার মোবাইল রিচার্জের প্ল্যান, পাওয়া যাবে ফ্রি কলিং
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
৩০০ টাকারও কম রিচার্জ নিয়ে সব মোবাইল সার্ভিস প্রভাইডাররা৷ পাওয়া যাবে একাধিক সুবিধা৷
#কলকাতা: Best Prepaid Plans with 28 days validity: টেলিকম কোম্পানিরা সস্তা ও লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে বাজারে জোর লড়াই করছে৷ অনেক সময়েই মোবাইল উপভোক্তারা বিভিন্ন প্ল্যান সার্চ করতে থাকেন৷ এই মুহূর্তে যদি আপনি এক মাসের ভ্যালিডিটির কোনও প্ল্যান খোঁজেন তাহলে এই প্রতিবেদনে একবার চোখ বোলালেই জানতে পেরে যাবেন ঠিক কোন প্ল্যানটি আপনার জন্য সবচেয়ে কাজের৷ এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া ২৮ দিনের প্ল্যান দারুণ৷ ৩০০ টাকারও কমে সব ফায়দাওয়ালা প্যাকেজ ভরে নিতে পারেন৷
advertisement
advertisement
advertisement
জিও-র ২৮ দিনের প্ল্যানরিলায়েন্স জিও ২৪৯ টাকার রিচার্জ প্ল্যানের একাধিক ফায়দা রয়েছে৷ এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের৷ এতে প্রতিদিনের ২ জিবি ডেটা পাওয়া যাবে৷ এছাড়াও এতে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়৷ প্রতিদিন ১০০ এসএমএস, আর জিও-র বিভিন্ন অ্যাপ যেমন জিও টিভি, জিও সিনেমা -র ফায়দা তোলা যাবে৷
advertisement