

প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে জেরবার বিশ্ব। ভারতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঘর বন্দি হয়েছে দেশবাসী। দেশের বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। আর এর জন্য দরকার ইন্টারনেট কানেকশন। তাই এবার গ্রাহকদের বিনামূল্যে ডেটার সুবিধা দিতে চলেছে BSNL।


ওয়ার্ক ফ্রম হোম গ্রাহকদের জন্য তাই নয়া প্ল্যান নিয়ে হাজির BSNL। এই প্ল্যানে BSNL গ্রাহকরা ১০ এবিপিএস স্পিডে প্রতিদিন ৫ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে আসবে ১ এমবিপিএসে। ১ এমবিপিএস স্পিডে আপনি পেয়ে জাবেন আনলিমিটেড ডেটা।


এবার সব লান্ডলাইন গ্রহাকদের জন্য এই পরিষেবা চালু করেছেন বিএসএনএল। প্রথেম বিএসএনএল শুধুমাত্র এক মাসের জন্য এই অফারটি ভ্যালিড ছিল, এবার এই প্রমোশনাল প্ল্যানতির ভ্যালিডিটি বাড়িয়ে ১৯ মে পর্যন্ত করেছে।