Air Cooler: এসির মতোই ঠান্ডা করবে আপনার ঘর! একেবারে মধ্যবিত্তের নাগালে দাম, সেরা ৬ ছোট কুলারের তালিকা
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Best Air Cooler: গরমে অনেকেই এয়ার কুলার কেনেন। পার্সোনাল বা উইন্ডো এয়ার কুলারই ভাল, জায়গা কম লাগে। এক ঘর থেকে অন্য ঘরে সহজে নিয়ে যাওয়াও যায়। এখানে সেরা ৬ ছোট কুলারের তালিকা দেওয়া হল।
*গ্রীষ্মকাল মানেই ঘেমেনেয়ে একসা। চড়া রোদে বাইরে বেরনোর উপায় নেই। ঘরের ভিতরেও একই অবস্থা। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে গরমে অনেকেই এয়ার কুলার কেনেন। এ ক্ষেত্রে ছোট অর্থাৎ পার্সোনাল বা উইন্ডো এয়ার কুলারই ভাল। জায়গা কম লাগে। এক ঘর থেকে অন্য ঘরে সহজে নিয়ে যাওয়াও যায়। এখানে সেরা ৬টি ছোট কুলারের তালিকা দেওয়া হল। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*Ekvira High-Speed Cooler Fan: কমপ্যাক্ট এবং পোর্টেবল কুলিং সলিউশনের কথা বললে Ekvira High-Speed Cooler Fan-এর কথাই মাথায় আসে। বাড়ি, রান্নাঘর বা অফিসে ব্যবহারের জন্য আদর্শ। ৬০ ওয়াট বিদ্যুৎ খরচ হয়। সবচেয়ে বড় কথা, এতে জল ভরার প্রয়োজন হয় না। সাধারণ সিলিং ফ্যানের তুলনায় ২৫ শতাংশ দ্রুত হাওয়া দেয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement