বাজেটেই বাজিমাত! Amazon Republic Day সেলে ১০ হাজার টাকার নিচেই মিলছে দুর্দান্ত সব স্মার্টফোন!
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
২০২৬ সালের Amazon Republic Day সেলে Redmi, Samsung, Realme ও Lava মতো ব্র্যান্ডের ফোনে বাম্পার ডিসকাউন্ট। ১০,০০০ টাকার কম দামে সেরা স্মার্টফোনগুলোর ফিচার ও দাম জেনে নিন
২০২৬ সালের অ্যামাজন রিপাবলিক ডে সেলে Redmi, Samsung, Realme এবং Lava-এর মতো শক্তিশালী স্মার্টফোনগুলি ১০,০০০ টাকারও কম দামে পাওয়া যাচ্ছে। যাঁরা নতুন মোবাইল ফোন কেনার কথা বিবেচনা করছেন অথবা যাঁরা ঘন ঘন ফোন আপগ্রেড করে থাকেন, উভয় পক্ষের জন্যই এ এক সুবর্ণ সুযোগ- বৈশিষ্ট্য, দাম এবং সেরা ডিল সম্পর্কে জেনে নেওয়া যাক এক ঝলকে।
advertisement
advertisement
Redmi A4 5G মূল্য: অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের সময় ছাড়ের পরে Redmi ব্র্যান্ডের এই ৫জি ফোনটি ৮,২৯৯ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এই দামে ৪GB/৬৪GB ভ্যারিয়েন্টটি অন্তর্ভুক্ত রয়েছে। এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ৬.৮৮ ইঞ্চি ১২০Hz ডিসপ্লে, ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট, স্ন্যাপড্রাগন ৪s জেন ২ প্রসেসর এবং একটি শক্তিশালী ৫১৬০mAh ব্যাটারি রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement







