Best AC: ঘরের সব কোণায় পৌঁছবে ঠান্ডা হাওয়া, ৫ মিনিটে কনকনে ঘর, চলতি বছরের সেরা দেড় টনের ১০ এসি কোনগুলি? জানুন

Last Updated:
Best AC 2025: বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন হয় দেড় টন এসি-র। আসলে বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের মাপ ১৩০ থেকে ১৯০ বর্গফুট। এই মাপের ঘরের জন্য ১.৫ টনের এসি-ই যথেষ্ট! ছোট ঘরে আরাম পাওয়ার জন্য ১.৫ টনের স্প্লিট বা উইন্ডো এসি কেনা যেতে পারে।
1/14
*উত্তুরে হাওয়ার দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছে। জাঁকিয়ে পড়তে চলেছে গরম। আর তাপমাত্রার পারদ যে হারে বাড়ছে, তাতে দেশের বিভিন্ন অংশে খুব শীঘ্রই যে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে, সেই বিষয়ে সন্দেহ নেই। এমনকী গরমের মাসগুলিতে কিছু কিছু জায়গায় তাপমাত্রার পারদ যে ৫০ ডিগ্রি সেলসিয়াস পার করবে, সেটা বলে দেওয়া যেতে পারে। সংগৃহীত ছবি। 
*উত্তুরে হাওয়ার দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছে। জাঁকিয়ে পড়তে চলেছে গরম। আর তাপমাত্রার পারদ যে হারে বাড়ছে, তাতে দেশের বিভিন্ন অংশে খুব শীঘ্রই যে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে, সেই বিষয়ে সন্দেহ নেই। এমনকী গরমের মাসগুলিতে কিছু কিছু জায়গায় তাপমাত্রার পারদ যে ৫০ ডিগ্রি সেলসিয়াস পার করবে, সেটা বলে দেওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
2/14
*এই পরিস্থিতিতে আরাম দিতে পারে এসি-র ঠান্ডা হাওয়াই। তাই এই আবহাওয়ার সঙ্গে যুঝতে শক্তিশালী কর্মক্ষমতাসম্পন্ন এসি কেনা প্রয়োজন। আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন হয় দেড় টন এসি-র। আসলে বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের মাপ ১৩০ থেকে ১৯০ বর্গফুট। এই মাপের ঘরের জন্য ১.৫ টনের এসি-ই যথেষ্ট! ছোট ঘরে আরাম পাওয়ার জন্য ১.৫ টনের স্প্লিট বা উইন্ডো এসি কেনা যেতে পারে। সংগৃহীত ছবি। 
*এই পরিস্থিতিতে আরাম দিতে পারে এসি-র ঠান্ডা হাওয়াই। তাই এই আবহাওয়ার সঙ্গে যুঝতে শক্তিশালী কর্মক্ষমতাসম্পন্ন এসি কেনা প্রয়োজন। আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন হয় দেড় টন এসি-র। আসলে বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের মাপ ১৩০ থেকে ১৯০ বর্গফুট। এই মাপের ঘরের জন্য ১.৫ টনের এসি-ই যথেষ্ট! ছোট ঘরে আরাম পাওয়ার জন্য ১.৫ টনের স্প্লিট বা উইন্ডো এসি কেনা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
3/14
*পারফরম্যান্স, ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে ভারতে কয়েকটি এসি-র ব্র্যান্ড রয়েছে। এর মধ্যে অন্যতম হল - Daikin, Voltas, LG, Panasonic প্রভৃতি। এই সংস্থাগুলির ১.৫ টন ক্যাপাসিটি বা ক্ষমতাসম্পন্ন এসি রয়েছে। সংগৃহীত ছবি। 
*পারফরম্যান্স, ব্যবহারকারীদের অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে ভারতে কয়েকটি এসি-র ব্র্যান্ড রয়েছে। এর মধ্যে অন্যতম হল - Daikin, Voltas, LG, Panasonic প্রভৃতি। এই সংস্থাগুলির ১.৫ টন ক্যাপাসিটি বা ক্ষমতাসম্পন্ন এসি রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/14
*ভারতের সেরা এসি ব্র্যান্ডের এই টপ-রেটেড বিকল্পগুলির বেশিরভাগেরই রয়েছে কপার কন্ডেন্সার-সহ ডিউরেবল বিল্ড কোয়ালিটি। যা শক্তিশালী পারফরম্যান্স দেয়। এর মধ্যে রয়েছে ইনভার্টার কম্প্রেসর। আর এগুলি চালিত হয় কনভার্টিবল মোডে। এছাড়া থাকে লং এয়ার থ্রো রেঞ্জ, যাতে ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোণায় পৌঁছে যেতে পারে। তাই এই সময় এসি কেনার সময় মাথায় রাখতে হবে ক্যুইক কুলিং পারফরম্যান্স, মাল্টিপল এয়ার ফিল্টার, ওয়াই-ফাই ইন্টিগ্রেশন এবং রিমোট-কন্ট্রোলড অপারেশনের মতো ফিচারও। সংগৃহীত ছবি। 
*ভারতের সেরা এসি ব্র্যান্ডের এই টপ-রেটেড বিকল্পগুলির বেশিরভাগেরই রয়েছে কপার কন্ডেন্সার-সহ ডিউরেবল বিল্ড কোয়ালিটি। যা শক্তিশালী পারফরম্যান্স দেয়। এর মধ্যে রয়েছে ইনভার্টার কম্প্রেসর। আর এগুলি চালিত হয় কনভার্টিবল মোডে। এছাড়া থাকে লং এয়ার থ্রো রেঞ্জ, যাতে ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোণায় পৌঁছে যেতে পারে। তাই এই সময় এসি কেনার সময় মাথায় রাখতে হবে ক্যুইক কুলিং পারফরম্যান্স, মাল্টিপল এয়ার ফিল্টার, ওয়াই-ফাই ইন্টিগ্রেশন এবং রিমোট-কন্ট্রোলড অপারেশনের মতো ফিচারও। সংগৃহীত ছবি।
advertisement
5/14
*Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: ৩ডি বা ত্রিমাত্রিক এয়ারফ্লো টেকনোলজি। এর রেটিং ৩.৯। সংগৃহীত ছবি। 
*Daikin 1.5 Ton 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: ৩ডি বা ত্রিমাত্রিক এয়ারফ্লো টেকনোলজি। এর রেটিং ৩.৯। সংগৃহীত ছবি।
advertisement
6/14
*LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC: বিশেষ ফিচার: ৬ এআই কনভার্টিবল মোড। এর রেটিং ৩.৮। সংগৃহীত ছবি। 
*LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC: বিশেষ ফিচার: ৬ এআই কনভার্টিবল মোড। এর রেটিং ৩.৮। সংগৃহীত ছবি।
advertisement
7/14
*Haier 1.5 Ton 3 Star Twin Inverter Split AC: বিশেষ ফিচার: অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার। এর রেটিং ৩.৫। সংগৃহীত ছবি। 
*Haier 1.5 Ton 3 Star Twin Inverter Split AC: বিশেষ ফিচার: অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার। এর রেটিং ৩.৫। সংগৃহীত ছবি।
advertisement
8/14
*Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: টার্বো কুল মোড। এর রেটিং ৪.১। সংগৃহীত ছবি। 
*Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: টার্বো কুল মোড। এর রেটিং ৪.১। সংগৃহীত ছবি।
advertisement
9/14
*Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: ম্যাজিক এলইডি ডিসপ্লে। এর রেটিং ৪.২। সংগৃহীত ছবি। 
*Cruise 1.5 Ton 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: ম্যাজিক এলইডি ডিসপ্লে। এর রেটিং ৪.২। সংগৃহীত ছবি।
advertisement
10/14
*Samsung 1.5 Ton 3 Star AI Inverter Smart Split AC: বিশেষ ফিচার: ভয়েস কন্ট্রোল। এর রেটিং ৪। সংগৃহীত ছবি। 
*Samsung 1.5 Ton 3 Star AI Inverter Smart Split AC: বিশেষ ফিচার: ভয়েস কন্ট্রোল। এর রেটিং ৪। সংগৃহীত ছবি।
advertisement
11/14
*Hitachi 1.5 Ton Class 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: হাই কুলিং ক্যাপাসিটি। এর রেটিং ৪.২। সংগৃহীত ছবি। 
*Hitachi 1.5 Ton Class 3 Star Inverter Split AC: বিশেষ ফিচার: হাই কুলিং ক্যাপাসিটি। এর রেটিং ৪.২। সংগৃহীত ছবি।
advertisement
12/14
*Panasonic 1.5 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC: বিশেষ ফিচার: মাল্টিপল ভয়েস অ্যাসিস্ট্যান্ট-সহ ওয়াই-ফাই এসি। এর রেটিং ৪। সংগৃহীত ছবি। 
*Panasonic 1.5 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC: বিশেষ ফিচার: মাল্টিপল ভয়েস অ্যাসিস্ট্যান্ট-সহ ওয়াই-ফাই এসি। এর রেটিং ৪। সংগৃহীত ছবি।
advertisement
13/14
*Voltas 1.5 Ton 3 Star, Inverter Split AC: বিশেষ ফিচার: লো নয়েজ লেভেল। এর রেটিং ৩.৮। সংগৃহীত ছবি। 
*Voltas 1.5 Ton 3 Star, Inverter Split AC: বিশেষ ফিচার: লো নয়েজ লেভেল। এর রেটিং ৩.৮। সংগৃহীত ছবি।
advertisement
14/14
*Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC: বিশেষ ফিচার: সেলফ ডায়াগনোসিস মোড। এর রেটিং ৩.৯। সংগৃহীত ছবি।
*Godrej 1.5 Ton 5 Star Inverter Split AC: বিশেষ ফিচার: সেলফ ডায়াগনোসিস মোড। এর রেটিং ৩.৯। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement