Best AC: ঘরের সব কোণায় পৌঁছবে ঠান্ডা হাওয়া, ৫ মিনিটে কনকনে ঘর, চলতি বছরের সেরা দেড় টনের ১০ এসি কোনগুলি? জানুন
- Published by:Shubhagata Dey
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
Best AC 2025: বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন হয় দেড় টন এসি-র। আসলে বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের মাপ ১৩০ থেকে ১৯০ বর্গফুট। এই মাপের ঘরের জন্য ১.৫ টনের এসি-ই যথেষ্ট! ছোট ঘরে আরাম পাওয়ার জন্য ১.৫ টনের স্প্লিট বা উইন্ডো এসি কেনা যেতে পারে।
*উত্তুরে হাওয়ার দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছে। জাঁকিয়ে পড়তে চলেছে গরম। আর তাপমাত্রার পারদ যে হারে বাড়ছে, তাতে দেশের বিভিন্ন অংশে খুব শীঘ্রই যে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে, সেই বিষয়ে সন্দেহ নেই। এমনকী গরমের মাসগুলিতে কিছু কিছু জায়গায় তাপমাত্রার পারদ যে ৫০ ডিগ্রি সেলসিয়াস পার করবে, সেটা বলে দেওয়া যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
*এই পরিস্থিতিতে আরাম দিতে পারে এসি-র ঠান্ডা হাওয়াই। তাই এই আবহাওয়ার সঙ্গে যুঝতে শক্তিশালী কর্মক্ষমতাসম্পন্ন এসি কেনা প্রয়োজন। আমাদের দেশের বেশিরভাগ বাড়িতেই প্রয়োজন হয় দেড় টন এসি-র। আসলে বেশিরভাগ ভারতীয় বাড়িতে ঘরের মাপ ১৩০ থেকে ১৯০ বর্গফুট। এই মাপের ঘরের জন্য ১.৫ টনের এসি-ই যথেষ্ট! ছোট ঘরে আরাম পাওয়ার জন্য ১.৫ টনের স্প্লিট বা উইন্ডো এসি কেনা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*ভারতের সেরা এসি ব্র্যান্ডের এই টপ-রেটেড বিকল্পগুলির বেশিরভাগেরই রয়েছে কপার কন্ডেন্সার-সহ ডিউরেবল বিল্ড কোয়ালিটি। যা শক্তিশালী পারফরম্যান্স দেয়। এর মধ্যে রয়েছে ইনভার্টার কম্প্রেসর। আর এগুলি চালিত হয় কনভার্টিবল মোডে। এছাড়া থাকে লং এয়ার থ্রো রেঞ্জ, যাতে ঠান্ডা হাওয়া ঘরের প্রতিটি কোণায় পৌঁছে যেতে পারে। তাই এই সময় এসি কেনার সময় মাথায় রাখতে হবে ক্যুইক কুলিং পারফরম্যান্স, মাল্টিপল এয়ার ফিল্টার, ওয়াই-ফাই ইন্টিগ্রেশন এবং রিমোট-কন্ট্রোলড অপারেশনের মতো ফিচারও। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement