Air Coolers: গ্রীষ্মের দাবদাহে প্রাণ জুড়োক ঠান্ডা হাওয়ায়! ড্যুরামেরিন পাম্প-সহ নতুন উন্নত মানের এয়ার কুলার বাজারে আনল এই সংস্থা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
DuraMarine Pump in Air Coolers: গরমের দিনগুলি যাতে আরামে কাটে, তার জন্য এক দারুন উদ্যোগ নিল ভারতের প্রথম সারির অ্যাপ্লায়েন্সেস ব্র্যান্ড বাজাজ। সম্প্রতি বাজারে আনল নতুন এয়ার কুলার। যা ‘ড্যুরামেরিন পাম্প’ দ্বারা সজ্জিত।
advertisement
advertisement
এই ব্র্যান্ডের কনজিউমার রিসার্চ সমীক্ষা বলছে যে, বেশির ভাগ ক্ষেত্রেই গ্রাহকরা এয়ার কুলার খারাপ হয়ে যাওয়া থেকে পাম্প বিকল হয়ে যাওয়ার অভিযোগ আনেন। দীর্ঘক্ষণ ধরে আর্দ্রতার মধ্যে থাকা এবং কম ইনস্যুলেশনের কারণে এয়ার কুলারের পাম্প ক্ষয়ে যেতে থাকে। ফলে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নিজেদের এয়ার কুলারে এই বদল এনেছে বাজাজ। যাতে গোটা গরম কালটা গ্রাহকরা নির্বিঘ্নে কাটাতে পারেন। কারণ ‘ড্যুরামেরিন পাম্প’ অত্যন্ত টেকসই। সেই সঙ্গে রয়েছে এর ভাল মানের ইনস্যুলেশনও। যা পাম্পটিকে নিরাপদ রাখে এবং তার আয়ুও বৃদ্ধি করে। বাজারে যে নিয়মিত কুলার পাম্প পাওয়া যায়, তাতে গ্যারান্টি তেমন থাকে না। তবে বাজাজের এই নয়া কুলারের পাম্পে ২ বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে।
advertisement
এই প্রসঙ্গে বাজাজ ইলেকট্রনিক্যালস লিমিটেডের কনজিউমার প্রডাক্ট বিজনেস-এর চিফ অপারেটিং অফিসার রবীন্দ্র সিং নেগি (Ravindra Singh Negi) বলেন যে, “এই গ্রীষ্মে আমরা আমাদের এয়ার কুলারে উন্নত কিছু ফিচার দেওয়া হয়েছে। এই উন্নত ফিচারের মধ্যে অন্যতম হল ড্যুরামেশিন পাম্প এবং ২ বছরের গ্যারান্টি। আসলে বর্তমানে গ্রাহকরা এমন টেকসই জিনিসপত্র কিনতে চান, যেখানে উন্নত মানের নতুন প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি নান্দনিকতা এবং সুবিধা - উভয়ই পাওয়া যায়। বাজাজ আসলে হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টের ক্ষেত্রে একেবারে প্রথম সারিতে রয়েছে। ফলে আমরা সব সময়ই গ্রাহকদের প্রয়োজন এবং চাহিদা বুঝতে অঙ্গীকারবদ্ধ।”