মাত্র ১ টাকায় ১ কিলোমিটার! বাজাজের এই নতুন বাইকের মাইলেজ শুনলে আজই কিনতে চাইবেন!

Last Updated:
যদি আপনি কোনও বাইক পছন্দ করে থাকেন ফলে বাজাজের ফ্রিডম ১২৫ আপনাদের জন্য ভাল বিকল্প হতে পারে। ১ লক্ষ ৩৬ হাজার টাকায় ১ কিলোমিটারের ক্ষেত্রে এই বাইকের পিছনে খরচ হয় ১ টাকা।
1/7
আজকালের যুগে দিন প্রতি দিন মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে। এই সময় প্রত্যেকেই এমন একটি বাইক চাইছেন যে বাইক কম খরচে বেশি দূর যেতে পারবে। এর ফলে অনেক গাড়ি সিএনজি-এর গাড়ি অনেকেই পছন্দ করে থাকেন। ফলে এই ধরনের বাইক লম্বা সফরের ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে এবং ক্রেতাদের আকর্ষণ করেন।
আজকালের যুগে দিন প্রতি দিন মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে। এই সময় প্রত্যেকেই এমন একটি বাইক চাইছেন যে বাইক কম খরচে বেশি দূর যেতে পারবে। এর ফলে অনেক গাড়ি সিএনজি-এর গাড়ি অনেকেই পছন্দ করে থাকেন। ফলে এই ধরনের বাইক লম্বা সফরের ক্ষেত্রে কার্যকরী হয়ে থাকে এবং ক্রেতাদের আকর্ষণ করেন।
advertisement
2/7
যদি আপনি কোনও বাইক পছন্দ করে থাকেন ফলে বাজাজের ফ্রিডম ১২৫ আপনাদের জন্য ভাল বিকল্প হতে পারে। ১ লক্ষ ৩৬ হাজার টাকায় ১ কিলোমিটারের ক্ষেত্রে এই বাইকের পিছনে খরচ হয় ১ টাকা।
যদি আপনি কোনও বাইক পছন্দ করে থাকেন ফলে বাজাজের ফ্রিডম ১২৫ আপনাদের জন্য ভাল বিকল্প হতে পারে। ১ লক্ষ ৩৬ হাজার টাকায় ১ কিলোমিটারের ক্ষেত্রে এই বাইকের পিছনে খরচ হয় ১ টাকা।
advertisement
3/7
এই বাইকের অন্যতম ভাল ফিচার হল হ্যান্ডেলে রাখা একটি সুইচেই পেট্রোল থেকে সিএনজি মোডে বদলে যেতে পারেন। এরফলে পেট্রোল শেষ হয়ে গেলেও আপনি দ্রুত সিএনজিতে বদলে নিতে পারেন। ফলে আপনি সফর জারি রাখতে পারবেন।
এই বাইকের অন্যতম ভাল ফিচার হল হ্যান্ডেলে রাখা একটি সুইচেই পেট্রোল থেকে সিএনজি মোডে বদলে যেতে পারেন। এরফলে পেট্রোল শেষ হয়ে গেলেও আপনি দ্রুত সিএনজিতে বদলে নিতে পারেন। ফলে আপনি সফর জারি রাখতে পারবেন।
advertisement
4/7
এই বাইকে ২ কিলো সিএনজি রাখার ব্যবস্থা আছে। একবার পুরো ভর্তি করার পর ২১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এরফলে প্রতিদিন অফিসযাত্রীদের বা লম্বা সফরকারীদের এই বাইক অত্যন্ত উপযোগী হতে চলেছে।
এই বাইকে ২ কিলো সিএনজি রাখার ব্যবস্থা আছে। একবার পুরো ভর্তি করার পর ২১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এরফলে প্রতিদিন অফিসযাত্রীদের বা লম্বা সফরকারীদের এই বাইক অত্যন্ত উপযোগী হতে চলেছে।
advertisement
5/7
বাজাজ ফ্রিডম ১২৫-এ ১২৫ সিসির ইঞ্জিন রয়েছে। এছাড়াও এই ইঞ্জিনে ৯.৪ বিএইচপি এবং ৯.৭ এনএম-এর টর্ক রয়েছে। অর্থাৎ শহরের ক্ষেত্রে এই বাইক চালানোর জন্য উপযোগী। অল্প খাড়াই রাস্তার জন্যেও এই বাইক উপযোগী।
বাজাজ ফ্রিডম ১২৫-এ ১২৫ সিসির ইঞ্জিন রয়েছে। এছাড়াও এই ইঞ্জিনে ৯.৪ বিএইচপি এবং ৯.৭ এনএম-এর টর্ক রয়েছে। অর্থাৎ শহরের ক্ষেত্রে এই বাইক চালানোর জন্য উপযোগী। অল্প খাড়াই রাস্তার জন্যেও এই বাইক উপযোগী।
advertisement
6/7
Local18
এই বাইকের মোট তিনটি মডেল রয়েছে। বেস মডেলের অন রোড প্রাইস ১ লক্ষ ৯ হাজারের আশেপাশে। এছাড়াও মিড মডেলের দাম রয়েছে ১ লক্ষ ১৫ হাজারের আশেপাশে। আর টপ মডেলের দাম ১ লক্ষ ২৭ হাজার টাকায় পেয়ে যাবেন। এই দাম অবশ্য স্থান বিশেষে বদল হবে।
advertisement
7/7
এই বাইক মূলত যারা কম খরচে অনেক দূর পর্যন্ত যেতে চান তাঁদের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়াও ডেলিভারি ক্ষেত্রে এবং নিত্যদিনের কাজের ক্ষেত্রেও এই বাইক উপযোগী। একই সঙ্গে অফিসযাত্রীদের জন্যেও এই বাইক কার্যকর।
এই বাইক মূলত যারা কম খরচে অনেক দূর পর্যন্ত যেতে চান তাঁদের জন্য অত্যন্ত উপযোগী। এছাড়াও ডেলিভারি ক্ষেত্রে এবং নিত্যদিনের কাজের ক্ষেত্রেও এই বাইক উপযোগী। একই সঙ্গে অফিসযাত্রীদের জন্যেও এই বাইক কার্যকর।
advertisement
advertisement
advertisement