এবার ভারতে পা রাখল অ্যাপেল৷ মুম্বই এবং দিল্লিতে দুটি রিটেল স্টোর খুলছে অ্যাপেলের৷ মঙ্গলবার এপ্রিল ১৮ তারিখ থেকেই খুলে যাচ্ছে মুম্বইয়ের স্টোর, এবং এপ্রিলের ২০ তারিখ থেকে খুলবে দিল্লির অ্যাপেল সকেট স্টোরটি৷
2/ 6
আজ থেকেই বানিজ্যনগরী মুম্বইয়ের স্টোরটি ক্রেতাদের জন্য খুলে দেওয়া হবে৷
3/ 6
স্থান বা লোকেশনের দিক থেকে অ্যাপেল বিকেসির এই স্টোরটি পৃথিবীর সবচেয়ে বেশি এনার্জি এফিসিয়েন্ট
4/ 6
এই মুহূর্তে মোট ১০০ জনেরও বেশি সংখ্যক কর্মীদের নিয়ে খুলছে এই স্টোর, যাঁরা প্রত্যেকেই ২০টিরও বেশি ভাষায় কথা বলতে পারেন৷
5/ 6
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে খোলা অ্যাপেলের এই স্টোরে ক্রেতারা অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসগুলি হাতেনাতে পরীক্ষা করে দেখতে পারবেন৷
6/ 6
শুধু তাই নয় অ্যাপেলের এই স্টোরটি কার্বন নিউট্রাল সঙ্গে ১০০ শতাংশ অচিরাচরিত শক্তি ব্যবহার করে তৈরি৷
Apple BKC Store: ভারতে পা রাখল অ্যাপেল! কোন কোন শহরে থাকছে স্টোর? কি পাওয়া যাবে? বিশদে জেনে নিন
এবার ভারতে পা রাখল অ্যাপেল৷ মুম্বই এবং দিল্লিতে দুটি রিটেল স্টোর খুলছে অ্যাপেলের৷ মঙ্গলবার এপ্রিল ১৮ তারিখ থেকেই খুলে যাচ্ছে মুম্বইয়ের স্টোর, এবং এপ্রিলের ২০ তারিখ থেকে খুলবে দিল্লির অ্যাপেল সকেট স্টোরটি৷