জলের দরে কিনুন Redmi note 11 pro, এত সস্তা এর আগে কোনওদিন হয়নি
- Published by:Suman Majumder
Last Updated:
Redmi Note 11 Pro + 5G Sale: এত সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন! বারবার আসবে না এমন সুযোগ।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২৩ সেপ্টেম্বর থেকে লাইভ হয়েছে। গ্রাহকরা এই দারুন সব অফার এবং ডিসকাউন্ট-এর সুবিধা নিতে পারেন। সেলের মধ্যে স্মার্টফোনেও সেরা ডিল দেওয়া হচ্ছে। গ্রাহকরা Redmi-র 5G ফোন কিনতে পারবেন খুব সস্তায়। মাত্র 45,999 টাকার প্রাথমিক মূল্যে Redmi Note 11 Pro + 5G বাড়িতে আনতে পারেন। অফার ব্যানারে আরও বলা হয়েছে, এটি সবচেয়ে সাশ্রয়ী ১০৮ মেগাপিক্সেল 5G ফোন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement