জলের দরে কিনুন Redmi note 11 pro, এত সস্তা এর আগে কোনওদিন হয়নি

Last Updated:
Redmi Note 11 Pro + 5G Sale: এত সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন! বারবার আসবে না এমন সুযোগ।
1/6
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২৩ সেপ্টেম্বর থেকে লাইভ হয়েছে। গ্রাহকরা এই দারুন সব অফার এবং ডিসকাউন্ট-এর সুবিধা নিতে পারেন। সেলের মধ্যে স্মার্টফোনেও সেরা ডিল দেওয়া হচ্ছে। গ্রাহকরা Redmi-র 5G ফোন কিনতে পারবেন খুব সস্তায়। মাত্র 45,999 টাকার প্রাথমিক মূল্যে Redmi Note 11 Pro + 5G বাড়িতে আনতে পারেন। অফার ব্যানারে আরও বলা হয়েছে, এটি সবচেয়ে সাশ্রয়ী ১০৮ মেগাপিক্সেল 5G ফোন।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২৩ সেপ্টেম্বর থেকে লাইভ হয়েছে। গ্রাহকরা এই দারুন সব অফার এবং ডিসকাউন্ট-এর সুবিধা নিতে পারেন। সেলের মধ্যে স্মার্টফোনেও সেরা ডিল দেওয়া হচ্ছে। গ্রাহকরা Redmi-র 5G ফোন কিনতে পারবেন খুব সস্তায়। মাত্র 45,999 টাকার প্রাথমিক মূল্যে Redmi Note 11 Pro + 5G বাড়িতে আনতে পারেন। অফার ব্যানারে আরও বলা হয়েছে, এটি সবচেয়ে সাশ্রয়ী ১০৮ মেগাপিক্সেল 5G ফোন।
advertisement
2/6
এছাড়াও, গ্রাহকরা মাত্র ৯৯ টাকায় ড্যামেজ প্রোটেকশন-এর সুবিধা পাবেন। SBI কার্ডে অফার দেওয়া হচ্ছে। এটি ব্যবহার করে গ্রাহকরা বাড়তি ছাড় পেতে পারেন। ফোনটির সব ফিচার কেমন, তা জেনে নেওয়া যাক।
এছাড়াও, গ্রাহকরা মাত্র ৯৯ টাকায় ড্যামেজ প্রোটেকশন-এর সুবিধা পাবেন। SBI কার্ডে অফার দেওয়া হচ্ছে। এটি ব্যবহার করে গ্রাহকরা বাড়তি ছাড় পেতে পারেন। ফোনটির সব ফিচার কেমন, তা জেনে নেওয়া যাক।
advertisement
3/6
Redmi-র এই ফোনটিতে একটি 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ থাকবে। এর ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।
Redmi-র এই ফোনটিতে একটি 6.7-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ থাকবে। এর ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।
advertisement
4/6
Redmi Note 11 Pro + 5G তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে আসে - 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ এক্সটেন্ড করা যাবে।
Redmi Note 11 Pro + 5G তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে আসে - 6GB RAM + 128GB, 8GB RAM + 128GB এবং 8GB RAM + 256GB। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ এক্সটেন্ড করা যাবে।
advertisement
5/6
Redmi Note 11 Pro + 5G এর পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাথমিক ক্যামেরা 108 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য গ্রাহকরা এতে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
Redmi Note 11 Pro + 5G এর পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর প্রাথমিক ক্যামেরা 108 মেগাপিক্সেল। এছাড়াও এই ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য গ্রাহকরা এতে একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
advertisement
6/6
Redmi Note 11 Pro + 5G তে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং রয়েছে।
Redmi Note 11 Pro + 5G তে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর দেওয়া হয়েছে। 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং রয়েছে।
advertisement
advertisement
advertisement