

Amazon Fab Phones Fest Sale: ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে Amazon Fab Phones Fest Sale। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে একাধিক স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। রয়েছে এক্সচেঞ্জ অফার, নো কস্ট EMI অপশনও। এবার দেখে নেওয়া যাক, কোন স্মার্টফোনে মিলছে কত ছাড়!


Apple iPhone 11 Pro - Amazon Fab Phones Fest Sale-এ iPhone 11 Pro ফোনের ক্ষেত্রে বড়সড় ছাড় পাওয়া যাচ্ছে। ফোনের ৬৪ GB মডেলের দাম ৮২,৯০০ টাকা। এক্ষেত্রে মূল দাম (৯৯,৯০০) থেকে প্রায় ১৭,০০০ টাকার ছাড় মিলছে। এর পাশাপাশি Kotak Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। iPhone 11 Pro ফোনে থাকছে A13 বায়োনিক চিপ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপথ ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ফেস ID অথেন্টিকেশন ফিচারও।


OnePlus 8 Pro - Amazon Fab Phones Fest Sale-এ ৬,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ৮GB + ১২৮GB স্টোরেজ অপশনে OnePlus 8 Pro ফোনের দাম ৪৭,৯৯৯ টাকা। ফোনে থাকছে ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ Hz। রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 865 G SoC প্রসেসর ও ৪,৫১০ mAh ব্যাটারি। এক্ষেত্রে SBI ক্রেডিট কার্ডে ফোনটি কিনলে ৩,০০০ টাকা ও Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।


Xiaomi Mi 10T 5G - Amazon Fab Phones Fest Sale-এ ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Mi 10T 5G ফোন। ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 865 G SoC প্রসেসরে চলে এই ফোন। ফোনের ব্যাটারি ব্যাক-আপও মন্দ নয়। Xiaomi Mi 10T 5G ফোনে থাকছে ৫০০০ mAh ব্যাটারি। ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপও বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে ফোনের পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার। ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও মন্দ নয়। তবে Kotak Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ১৬,৪০০ টাকার এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। রয়েছে নো কস্ট EMI অপশনও।


Oppo Reno 5 Pro 5G - Amazon Fab Phones Fest Sale-এ ৩৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Oppo Reno 5 Pro 5G ফোন। ফোনের আসল দাম ৩৮,৯৯০ টাকা। সেলে প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক্যামেরা সেট-আপ। এক্ষেত্রে ফোনের পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার। রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ভার্সন 11.0 out of the box-এর ভিত্তি করে Color OS 11.1 ভার্সনে চলছে এই 5G স্মার্টফোন।


Vivo V20 Pro - গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল Vivo V20 Pro ফোন। ফোনে থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ও ডুয়াস ফ্রন্ট ক্যামেরা সেট-আপ। কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 765G SoC প্রসেসরে চলে এই ফোন। রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপ। ক্যামেরার আয়তাকার মডিউলও বেশ আকর্ষণীয়। ফোনের ব্যাটারি ব্যাক-আপও মন্দ নয়। Vivo V20 Pro ফোনে থাকছে ৪০০০ mAh ব্যাটারি। Amazon sale-এ ৮GB + ১২৮GB মডেলের দাম ২৯,৯৯০ টাকা। অর্থাৎ দামে তেমন কোনও বদল আসেনি। তবে Kotak Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।