Amazon Fab Phones Fest Sale: একাধিক জনপ্রিয় ফোনে রয়েছে আকর্ষণীয় অফার, জানুন বিশদে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
একাধিক স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। রয়েছে এক্সচেঞ্জ অফার, নো কস্ট EMI অপশনও
advertisement
Apple iPhone 11 Pro - Amazon Fab Phones Fest Sale-এ iPhone 11 Pro ফোনের ক্ষেত্রে বড়সড় ছাড় পাওয়া যাচ্ছে। ফোনের ৬৪ GB মডেলের দাম ৮২,৯০০ টাকা। এক্ষেত্রে মূল দাম (৯৯,৯০০) থেকে প্রায় ১৭,০০০ টাকার ছাড় মিলছে। এর পাশাপাশি Kotak Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। iPhone 11 Pro ফোনে থাকছে A13 বায়োনিক চিপ প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল ট্রু-ডেপথ ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ফেস ID অথেন্টিকেশন ফিচারও।
advertisement
OnePlus 8 Pro - Amazon Fab Phones Fest Sale-এ ৬,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে ৮GB + ১২৮GB স্টোরেজ অপশনে OnePlus 8 Pro ফোনের দাম ৪৭,৯৯৯ টাকা। ফোনে থাকছে ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ Hz। রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 865 G SoC প্রসেসর ও ৪,৫১০ mAh ব্যাটারি। এক্ষেত্রে SBI ক্রেডিট কার্ডে ফোনটি কিনলে ৩,০০০ টাকা ও Amazon Pay ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
advertisement
Xiaomi Mi 10T 5G - Amazon Fab Phones Fest Sale-এ ৩২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Xiaomi Mi 10T 5G ফোন। ফোনে থাকছে ৬.৬৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 865 G SoC প্রসেসরে চলে এই ফোন। ফোনের ব্যাটারি ব্যাক-আপও মন্দ নয়। Xiaomi Mi 10T 5G ফোনে থাকছে ৫০০০ mAh ব্যাটারি। ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপও বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে ফোনের পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার। ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও মন্দ নয়। তবে Kotak Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে ১৬,৪০০ টাকার এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। রয়েছে নো কস্ট EMI অপশনও।
advertisement
Oppo Reno 5 Pro 5G - Amazon Fab Phones Fest Sale-এ ৩৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Oppo Reno 5 Pro 5G ফোন। ফোনের আসল দাম ৩৮,৯৯০ টাকা। সেলে প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফোনে থাকছে ৬.৫৫ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক্যামেরা সেট-আপ। এক্ষেত্রে ফোনের পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার। রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ভার্সন 11.0 out of the box-এর ভিত্তি করে Color OS 11.1 ভার্সনে চলছে এই 5G স্মার্টফোন।
advertisement
Vivo V20 Pro - গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল Vivo V20 Pro ফোন। ফোনে থাকছে ৬.৪৪ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে ও ডুয়াস ফ্রন্ট ক্যামেরা সেট-আপ। কোয়ালকম স্ন্যাপড্রাগন (Qualcomm Snapdragon) 765G SoC প্রসেসরে চলে এই ফোন। রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপ। ক্যামেরার আয়তাকার মডিউলও বেশ আকর্ষণীয়। ফোনের ব্যাটারি ব্যাক-আপও মন্দ নয়। Vivo V20 Pro ফোনে থাকছে ৪০০০ mAh ব্যাটারি। Amazon sale-এ ৮GB + ১২৮GB মডেলের দাম ২৯,৯৯০ টাকা। অর্থাৎ দামে তেমন কোনও বদল আসেনি। তবে Kotak Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।