AC Bill: সারাদিন এসি চললেও নো টেনশন...! অন্য বছরের তুলনায় অর্ধেক হবে কারেন্টের বিল, সহজ এই ৪ উপায় মানলেই কেল্লাফতে
- Published by:Shubhagata Dey
Last Updated:
AC Electric Bill Reduce Tips: গরমের তাপ যত বাড়ছে, এয়ার কন্ডিশনারের (এসি) ব্যবহার তত বাড়ছে। এতে একদিকে যেমন গরমের স্বস্তি পাচ্ছেন, তেমনই চড়ছে মিটার। বিদ্যুতের বিল দেওয়ার দুশ্চিন্তায় ঘুম উড়েছে। তবে কিছু সহজ পদক্ষেপ অবলম্বন করে আপনি সহজেই আপনি এসি চালিয়েও ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল কমাতে পারবেন।
advertisement
*এসির তাপমাত্রাঃ অনেক সময় মানুষ মনে করে এসির তাপমাত্রা কম রাখলে বিদ্যুৎ সাশ্রয় হয়। কিন্তু তা সত্য নয়। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির (বিইই) তথ্য অনুযায়ী, এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখলে বিদ্যুতের খরচ কমে যায়। এই তাপমাত্রা মানুষের জন্যও আরামদায়ক। রিপোর্ট অনুযায়ী, এসি-তে প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেলে (২৪ থেকে ২৩ ডিগ্রি) বিদ্যুতের বিল ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
advertisement
advertisement
advertisement