আপনার সখের মোবাইল ফোনের স্ক্রিনও এবার বাঁচাবে AI! ঘষা, ঘাম, জল-এ আর চিন্তা নেই, জানুন কীভাবে...
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
এখানেই শেষ নয়, এখন তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা স্ক্রিনেও চলে আসছে। বলা ভাল, জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রতিনিয়ত এআই-কে সঙ্গে করে নিয়েই আমাদের চলতে হবে।
advertisement
কিন্তু এখন কিছু প্রযুক্তির বর্ণনা করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারও করা হচ্ছে। অথচ সেই প্রযুক্তিটি হাস্যকর কিংবা এখনও এসে উঠতে পারেনি। এমনই এক প্রযুক্তি এখন ভাইরাল ট্রেন্ডে চলে এসেছে। আর সেটা হল স্ক্রিন প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড। ভারতে এই নামেই প্রচলিত এটি। কিন্তু আমাদের স্ক্রিন প্রোটেক্টরের এআই প্রয়োজন কেন? বিষয়টা সকলের ক্ষেত্রেই বেশ বিস্ময়কর। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কোম্পানিগুলি এখন এআই ব্যবহার করছে। আর এটা অস্বাভাবিক কিছু নয়।
advertisement
advertisement
অন্য দিকে নতুন প্রজন্ম ভাবছে যে, সব জায়গায় এআই-এর ব্যবহার রয়েছে। এআই স্ক্রিন প্রোটেক্টর কি আদৌ কাজ করে? অ্যান্ড্রয়েড অথরিটির তদন্ত থেকে উঠে আসা তথ্যে জানা গিয়েছে, যে স্ক্রিন গার্ডটিকে নিয়ে এত হইচই আর প্রশ্ন উঠছে, সেটি আসলে একটি রেগুলার স্ক্রিন প্রোটেক্টিং ফিল্ম। দৃষ্টি আকর্ষণ করার জন্য এআই অপ্টিমাইজড হিসেবে এটির মার্কেটিং করা হয়েছে। আর এটা দারুণ ভাবে কাজও করেছে।
advertisement
স্ক্রিন গার্ডটি কি আরও ভাল নির্ভুলতার জন্য ডিজাইন করা হয়েছিল নাকি বাবল এলিমিনেশনের জন্য? সম্ভবত হ্যাঁ। কিন্তু আমরা কখনওই জানতে পারব না, কারণ কোম্পানিগুলি এখন প্রতিটি পণ্যের উপরে AI ট্যাগ লাগিয়ে দেয়। AI ব্যবহার করা হয়েছে কি না এবং AI ফাইনাল পণ্যের অংশ কি না, তা শিরোনামে উল্লেখ করা হয় না। এক্ষেত্রে এটাও সম্ভব যে, এটা সম্ভব যে স্ক্রিন গার্ড তৈরিতে AI ব্যবহার করা হয়েছিল, কিন্তু তেমন কোনও কিছু মেলেনি। অন্তত রেডিট পোস্টের ভিত্তিতে তো তা-ই মনে হচ্ছে।
advertisement
গ্রাহকদের আকৃষ্ট করতে শুধুমাত্র এআই লোগো সাঁটিয়ে দেওয়াই যথেষ্ট নয়। কিন্তু বর্তমানে এটাই গোটা বিষয়টা। কিন্তু যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিগুলি আরও বাস্তব প্রভাব তৈরি করার জন্য যথেষ্ট পরিণত হবে, তখন মানুষ স্বাভাবিক ভাবেই বুঝতে পারবেন যে, কীভাবে একটি কৌশলকে বিপ্লব থেকে আলাদা করতে হয়। ততক্ষণের জন্য মনে রাখতে হবে যে - সব কিছুর জন্য AI অপ্টিমাইজেশনের প্রয়োজন হয় না। বিশেষ করে পরবর্তী স্ক্রিন গার্ডের জন্য তো নয়ই - অন্তত এখনকার জন্য!