AI Death Calculator: কবে হবে মৃত্যু? AI বলে দিচ্ছে মৃত্যুর দিনক্ষণও! জেনে নিতে পারবেন নিজেরটাও!

Last Updated:
AI Death Calculator: AI গণনা করে বলে দিচ্ছে ঠিক কবে মৃত্যু হবে কোনও ব্যক্তির। গবেষকরাও চমকে যাচ্ছেন! আগে থেকেই জানা যাবে মৃত্যুর দিন!
1/8
বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে AI-এর দাপট। প্রযুক্তির এই বিশেষ উদ্ভাবন মানুষের জীবিকা নষ্ট করতে পারে বলে আশঙ্কা। যেকোনও কাজ আরও সহজ করে দেওয়ার ক্ষমতা রয়েছে কৃত্রিম মেধা বা AI-এর। কিন্তু এই AI নাকি আরও একটা কাজ করতে পারে নির্ভুল ভাবে। অনেকেই জানেন না সেটি।photo source collected
বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে AI-এর দাপট। প্রযুক্তির এই বিশেষ উদ্ভাবন মানুষের জীবিকা নষ্ট করতে পারে বলে আশঙ্কা। যেকোনও কাজ আরও সহজ করে দেওয়ার ক্ষমতা রয়েছে কৃত্রিম মেধা বা AI-এর। কিন্তু এই AI নাকি আরও একটা কাজ করতে পারে নির্ভুল ভাবে। অনেকেই জানেন না সেটি।photo source collected
advertisement
2/8
AI গণনা করে দিতে পারে ঠিক কবে মৃত্যু হবে কোনও ব্যক্তির। AI প্রযুক্তি ক্রমাগত নতুন মাত্রা পাচ্ছে। তারই হাত ধরে কি এবার ভবিতব্য গণনা করবে সে!photo source collected
AI গণনা করে দিতে পারে ঠিক কবে মৃত্যু হবে কোনও ব্যক্তির। AI প্রযুক্তি ক্রমাগত নতুন মাত্রা পাচ্ছে। তারই হাত ধরে কি এবার ভবিতব্য গণনা করবে সে!photo source collected
advertisement
3/8
মানুষের মৃত্যুর আভাষ দিতে পারে AI। এই জটিল সমীকরণের সঠিক হদিশ পেতে একটি ডেথ ক্যালকুলেটর তৈরি হয়েছে। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন এই ক্যালকুলেটর।photo source collected
মানুষের মৃত্যুর আভাষ দিতে পারে AI। এই জটিল সমীকরণের সঠিক হদিশ পেতে একটি ডেথ ক্যালকুলেটর তৈরি হয়েছে। ডেনমার্কের টেকনিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা তৈরি করেছেন এই ক্যালকুলেটর।photo source collected
advertisement
4/8
প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা life2vec নামক একটি অ্যালগরিদম ব্যবহার করে মানুষের মৃত্যু ও জীবৎকাল সংক্রান্ত ডেটা নির্ধারণ করতে ChatGPT-এর প্রযুক্তি ব্যবহার করেছেন। এই AI মডেলটি কোনও ব্যক্তির আয়, তাঁর জীবিকা, বাসস্থান এবং তাঁর সামগ্রিক স্বাস্থ্যের পটভূমির মতো কিছু তথ্য ব্যবহার করবে। তারপর অ্যালগো অঙ্ক কষে যে ফলাফল দেবে তা ৭৮ শতাংশ নির্ভুল হবে। অন্তত এমনই আশা করছেন সকলে।photo source collected
প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা life2vec নামক একটি অ্যালগরিদম ব্যবহার করে মানুষের মৃত্যু ও জীবৎকাল সংক্রান্ত ডেটা নির্ধারণ করতে ChatGPT-এর প্রযুক্তি ব্যবহার করেছেন। এই AI মডেলটি কোনও ব্যক্তির আয়, তাঁর জীবিকা, বাসস্থান এবং তাঁর সামগ্রিক স্বাস্থ্যের পটভূমির মতো কিছু তথ্য ব্যবহার করবে। তারপর অ্যালগো অঙ্ক কষে যে ফলাফল দেবে তা ৭৮ শতাংশ নির্ভুল হবে। অন্তত এমনই আশা করছেন সকলে।photo source collected
advertisement
5/8
গবেষকরা তাঁদের এই AI মডেলের জন্য একটা অদ্ভুত বিষয় ব্যবহার করছেন। কোনও মানুষের জীবনের ঘটনাগুলির সঙ্গে তাঁদের মুখের ভাষার তুলনা করে দেখা হবে।photo source collected
গবেষকরা তাঁদের এই AI মডেলের জন্য একটা অদ্ভুত বিষয় ব্যবহার করছেন। কোনও মানুষের জীবনের ঘটনাগুলির সঙ্গে তাঁদের মুখের ভাষার তুলনা করে দেখা হবে।photo source collected
advertisement
6/8
AI মডেলটি তাদের কোনও মানুষের জীবনের ইতিহাসের উপর ভিত্তি করে ফলাফল দেবে। এর সঙ্গে মহিলা ও পুরুষের পৃথক বিভাগ থাকবে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই বিশেষ AI মডেল পরীক্ষার কাজ চলছে। এই পর্বে প্রায় ৬০ লক্ষ ডেনিশ মহিলা ও পুরুষের উপর life2vec পরীক্ষা করা হয়েছে। সমস্ত ধরনের ডেটা AI মডেলের হাতে তুলে দেওয়ার পর সে জানাতে পেরেছিল কে কতদিন বাঁচতে পারেন। ২০১৬ সালের ১ জানুয়ারির পর ফলাফল দেখে গবেষকরা মুগ্ধ।photo source collected
AI মডেলটি তাদের কোনও মানুষের জীবনের ইতিহাসের উপর ভিত্তি করে ফলাফল দেবে। এর সঙ্গে মহিলা ও পুরুষের পৃথক বিভাগ থাকবে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই বিশেষ AI মডেল পরীক্ষার কাজ চলছে। এই পর্বে প্রায় ৬০ লক্ষ ডেনিশ মহিলা ও পুরুষের উপর life2vec পরীক্ষা করা হয়েছে। সমস্ত ধরনের ডেটা AI মডেলের হাতে তুলে দেওয়ার পর সে জানাতে পেরেছিল কে কতদিন বাঁচতে পারেন। ২০১৬ সালের ১ জানুয়ারির পর ফলাফল দেখে গবেষকরা মুগ্ধ।photo source collected
advertisement
7/8
গবেষক দলের দাবি, মানুষের জীবন পরিবর্তনশীল। কোনও মানুষের আয়ুর জন্য তাঁর স্বাস্থ্যের পাশাপাশি, খাদ্য, জীবনযাত্রার মান, জীবন বীমা সংক্রান্ত তথ্য খুব গুরুত্বপূর্ণ।photo source collected
গবেষক দলের দাবি, মানুষের জীবন পরিবর্তনশীল। কোনও মানুষের আয়ুর জন্য তাঁর স্বাস্থ্যের পাশাপাশি, খাদ্য, জীবনযাত্রার মান, জীবন বীমা সংক্রান্ত তথ্য খুব গুরুত্বপূর্ণ।photo source collected
advertisement
8/8
তবে  AI মৃত্যুর দিন গণনা করতে পারলেও তা ওই ব্যক্তি বা তাঁর পরিচিতদের জানানো হয়নি কোনও ভাবেই।photo source collected
তবে  AI মৃত্যুর দিন গণনা করতে পারলেও তা ওই ব্যক্তি বা তাঁর পরিচিতদের জানানো হয়নি কোনও ভাবেই।photo source collected
advertisement
advertisement
advertisement