AI Death Calculator: কবে হবে মৃত্যু? AI বলে দিচ্ছে মৃত্যুর দিনক্ষণও! জেনে নিতে পারবেন নিজেরটাও!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
AI Death Calculator: AI গণনা করে বলে দিচ্ছে ঠিক কবে মৃত্যু হবে কোনও ব্যক্তির। গবেষকরাও চমকে যাচ্ছেন! আগে থেকেই জানা যাবে মৃত্যুর দিন!
advertisement
advertisement
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা life2vec নামক একটি অ্যালগরিদম ব্যবহার করে মানুষের মৃত্যু ও জীবৎকাল সংক্রান্ত ডেটা নির্ধারণ করতে ChatGPT-এর প্রযুক্তি ব্যবহার করেছেন। এই AI মডেলটি কোনও ব্যক্তির আয়, তাঁর জীবিকা, বাসস্থান এবং তাঁর সামগ্রিক স্বাস্থ্যের পটভূমির মতো কিছু তথ্য ব্যবহার করবে। তারপর অ্যালগো অঙ্ক কষে যে ফলাফল দেবে তা ৭৮ শতাংশ নির্ভুল হবে। অন্তত এমনই আশা করছেন সকলে।photo source collected
advertisement
advertisement
AI মডেলটি তাদের কোনও মানুষের জীবনের ইতিহাসের উপর ভিত্তি করে ফলাফল দেবে। এর সঙ্গে মহিলা ও পুরুষের পৃথক বিভাগ থাকবে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই বিশেষ AI মডেল পরীক্ষার কাজ চলছে। এই পর্বে প্রায় ৬০ লক্ষ ডেনিশ মহিলা ও পুরুষের উপর life2vec পরীক্ষা করা হয়েছে। সমস্ত ধরনের ডেটা AI মডেলের হাতে তুলে দেওয়ার পর সে জানাতে পেরেছিল কে কতদিন বাঁচতে পারেন। ২০১৬ সালের ১ জানুয়ারির পর ফলাফল দেখে গবেষকরা মুগ্ধ।photo source collected
advertisement
advertisement