AC Water Leaking Issue: ফোঁটা ফোঁটা জল পড়ছে AC থেকে...? টেকনিশিয়ান লাগবে না! ছোট্ট 'কাজেই' মুহূর্তে সমাধান, শিখে নিন 'টেরিফিক' টোটকা
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC Water Leaking Issue: বর্ষা এলেই স্প্লিট এসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়া যেন এক সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর সমাধান করতে চান তাহলে জেনে নিন জলের মতো সহজ কিছু সমাধান।
গ্রীষ্মের মরশুমে সূর্যের প্রখর দাবদাহের জেরে রীতিমতো তাপপ্রবাহের সৃষ্টি হয়। সেক্ষেত্রে এসি-র ঠান্ডা হাওয়াই কেবল আরাম দিতে পারে। শুধু তা-ই নয়, আর্দ্র আবহাওয়াতেও এসি-র ঠান্ডা বাতাস স্বস্তি দেয়। কিন্তু অনেক সময় ব্যবহারকারীরা অভিযোগ করেন যে, এসি থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের মধ্যেই। আর এই সমস্যাটি কেবল বিরক্তিকরই নয়, একইসঙ্গে এসি বিকল হয়ে যাওয়ারও একটা ভয় থেকে যায়। কিন্তু এসি থেকে জল ঝরে কেন আর কীভাবেই বা এটি এই সমস্যা প্রতিরোধ করা যায়, সেটাই আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
কনডেন্সেট ড্রেন পাইপে থাকা ব্লকেজের কারণে এমনটা ঘটতে পারে। এসি ঠান্ডা করার সময় বাতাস থেকে আর্দ্রতা বেরিয়ে আসে, যা জলে পরিণত হয় এবং সেই জল একটি ট্রে-র মধ্যে জমা হয়। এরপর সেই জল ড্রেন পাইপের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। যদি এই ড্রেন পাইপটি ময়লা, ধুলো বা ছত্রাক বা ফাঙ্গাসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে বাইরে যাওয়ার পরিবর্তে জল ভিতরেই জমা হতে শুরু করে এবং সামনের দিক থেকে জলের ছিটে বেরিয়ে আসতে থাকে অথবা ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকে। সেই কারণে কয়েক মাস অন্তর সার্ভিসিং করার সময় ড্রেন পাইপটি পরিষ্কার করা আবশ্যক।
advertisement
নোংরা ফিল্টার: যদি এসি-র এয়ার ফিল্টার নোংরা-ময়লা হয়ে যায়, তাহলে সঠিক এয়ার ফ্লো বন্ধ হয়ে যায়। এর ফলে ইভাপোরেটর কয়েল খুব ঠান্ডা হয়ে যায় এবং ফ্রিজ হয়ে যেতে শুরু করে। যখন এসি বন্ধ করা হয় বা বরফ গলে যায়, তখন অতিরিক্ত জল তৈরির ফলে স্প্ল্যাশিং হয় বা জলের ছিটে বেরিয়ে আসে। মাসে অন্তত একবার এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত।
advertisement
advertisement
advertisement