AC New Rule: এসির রিমোট থেকে এবার উধাও হবে এই 'বিশেষ' বোতাম! তাহলে কি নতুন রিমোট কিনতে হবে? নতুন নিয়ম লাগু...
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
AC New Rule: বর্তমানে, এসির তাপমাত্রা ১৮°C (কয়েকটিতে ১৬°C) পর্যন্ত কমানো যায় এবং সর্বোচ্চ ৩০°C পর্যন্ত বাড়ানো যায়। এসি পলিসিতে তাপমাত্রা ২০°C থেকে ২৮°C-এর মধ্যে বেঁধে দেওয়া হবে, যার অর্থ আমরা ২০°C-এর নীচে ঠান্ডা করতে বা ২৮°C-এর উপরে এসি চালাতে পারব না
ভারত সরকার দেশে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে একটি নতুন পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, ‘শীঘ্রই এয়ার কন্ডিশনিং মান সম্পর্কিত একটি নতুন বিধান কার্যকর করা হচ্ছে।’ এসির তাপমাত্রা ২০°C থেকে ২৮°C-এর মধ্যে বেঁধে দেওয়া হবে, যার অর্থ আমরা ২০°C-এর নীচে ঠান্ডা করতে বা ২৮°C-এর উপরে এসি চালাতে পারব না। বিষয়টিকে প্রথমে পরীক্ষানিরীক্ষা হিসেবে দেখা হবে, যার লক্ষ্য তাপমাত্রা সেটিংসকে মানসম্মত করা।
advertisement
নতুন এসি পলিসির অর্থ কী: বর্তমানে, এসির তাপমাত্রা ১৮°C (কয়েকটিতে ১৬°C) পর্যন্ত কমানো যায় এবং সর্বোচ্চ ৩০°C পর্যন্ত বাড়ানো যায়। একবার কার্যকর হলে, নতুন এসির তাপমাত্রা এই পরিসর অর্থাৎ ২০°C-২৮°C-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর অর্থ ব্যবহারকারীরা তাঁদের এসির তাপমাত্রা ২০°C-এর নীচে এবং ২৮°C-এর উপরে সেট করতে পারবেন না।
advertisement
advertisement
advertisement
এসি তাপমাত্রার জন্য নতুন নিয়ম কেন: কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন যে, নতুন এসি পলিসি বিদ্যুৎ সাশ্রয় এবং ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পরিচালনার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। এই পদক্ষেপের পিছনে একটি প্রধান কারণ হল বিদ্যুৎ সাশ্রয় করা, বিশেষ করে গ্রীষ্মকালে যখন বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে থাকে। অনেকেই তাঁদের এসিগুলিকে খুব কম তাপমাত্রায় সেট করে রাখেন, এমনকি ১৬°C পর্যন্তও, যা বিদ্যুৎ সরবরাহে চাপ সৃষ্টি করে।
advertisement
বিদ্যুৎ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা পঙ্কজ আগরওয়াল জানিয়েছেন, "এয়ার কন্ডিশনারগুলি প্রায় ৫০ গিগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যা দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ২০%। দেখা গিয়েছে যে এসির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিদ্যুৎ ব্যবহার ৬ শতাংশ পর্যন্ত কমে যায়। এর মানে হল, যদি সবাই তাঁদের এসি ১ ডিগ্রি বেশি তাপমাত্রায় সেট করেন, তাহলে আমরা চাহিদার সময় প্রায় ৩ গিগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারব", জানিয়েছেন তিনি।
advertisement
advertisement