Air Conditioner: এসি থেকে বেরিয়ে যাওয়া জল ফেলে দেবেন না ! ব্যবহার করুন এই ভাবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
5 Best ways to use Air Conditioner water: এসি থেকে বেরোনো জল ক্লোরিন, ফ্লোরাইড, লবণমুক্ত হয়ে থাকে। সাধারণ ট্যাঙ্ক বা পুলের জলের থেকেও অনেক বেশি শুদ্ধ। এতে রাসায়নিক পদার্থের পরিমাণ কম থাকে। তবে এই জল পানের উপযুক্ত নয় একেবারেই। কিন্তু চাইলে অন্য নিত্য প্রয়োজনে এই জল অনায়াসে ব্যবহার করা যায় ৷
গরম বাড়তেই ঘরে ঘরে শুরু হয়েছে এসি-র ব্যবহার। নিয়মিত এসি চলছে এবং তা থেকে জল বেরিয়ে যাচ্ছে। আসলে ঘরের ভেতরের আর্দ্রতা টেনে বের করে দেয় এয়ার কন্ডিশনার মেশিন। অনেক সময়ই দেখা যায় একটা লম্বা পাইপ দিয়ে সেই জল বের করে দেওয়া হয় বাইরে। কিন্তু এই জল নিতান্তই পরিশুদ্ধ, যা ব্যবহার করা যায় যে কোনও কাজে।
advertisement
এসি থেকে বেরোনো জল ক্লোরিন, ফ্লোরাইড, লবণমুক্ত হয়ে থাকে। সাধারণ ট্যাঙ্ক বা পুলের জলের থেকেও অনেক বেশি শুদ্ধ। এতে রাসায়নিক পদার্থের পরিমাণ কম থাকে। তবে এই জল পানের উপযুক্ত নয় একেবারেই। কিন্তু চাইলে অন্য নিত্য প্রয়োজনে এই জল অনায়াসে ব্যবহার করা যায় ৷ দেখে নেওয়া যাক কোন কোন কাজে ব্যবহার করা যায় এয়ারকন্ডিশন থেকে নির্গত জল।
advertisement
advertisement
২. শৌচাগারে ব্যবহার— ভূগর্ভস্থ জলের পরিমাণ ক্রমশ কমে আসছে পৃথিবীতে। বৃষ্টির জল পরিশুদ্ধ হয়ে আবার ভূগর্ভের জলস্তর বাড়াতে যে পরিমাণ সময় লাগবে তা বহু প্রজন্মের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে। তাই প্রতিদিন জলের অপচয় রোধ করা অত্যন্ত জরুরি। এজন্যই বৃষ্টির জল সঞ্চয় করার উপর জোর দেওয়া হয়ে থাকে। একই ভাবে এয়ার কন্ডিশনার থেকে নির্গত জলও জমিয়ে রেখে শৌচাগারে ব্যবহার করা যেতে পারে। তাতেও খানিকটা জলের অপচয় রোধ করা যায়।
advertisement
advertisement
advertisement