Yuvraj Singh: প্রথম স্ত্রীকে ছেড়ে এই অভিনেত্রীকে বিয়ে করেছিলেন যোগরাজ সিং! সৎ ভাই-বোনের সঙ্গে সম্পর্ক কেমন যুবরাজের?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
যোগরাজ সিং প্রথমে বিয়ে করেছিলেন শবনম সিংকে। তাঁদের সন্তান যুবরাজ সিং-ই ভারতীয় দলের হয়ে খেলেছেন। তাঁদের অবশ্য আর এক জন সন্তান রয়েছে, যাঁর নাম জোরাওয়ার সিং। তবে যুবরাজের শৈশবেই তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। এর পর মায়ের সঙ্গেই থাকতে শুরু করেন যুবরাজ।
বাইশ গজে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি দাপিয়ে অভিনয় করেছেন বলিউডি ছবিতেও। হামেশাই বিতর্কিত মন্তব্যের জন্য থাকেন সংবাদ শিরোনামে। এমনকী ব্যক্তিগত জীবনেও বিতর্ক পিছু ছাড়েনি। কথা হচ্ছে, ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা যোগরাজ সিংয়ের। সম্পর্কে অবশ্য তিনি আবার ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বাবাও বটে! যোগরাজ সিং অভিনয় করেছেন বহু পঞ্জাবি এবং বলিউডি ছবিতেও। তাঁকে দেখা গিয়েছে ‘সিং ইজ ব্লিং’ এবং ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো ছবিতেও।
advertisement
তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হয়েছে প্রচুর বিতর্ক। যোগরাজ সিং প্রথমে বিয়ে করেছিলেন শবনম সিংকে। তাঁদের সন্তান যুবরাজ সিং-ই ভারতীয় দলের হয়ে খেলেছেন। তাঁদের অবশ্য আর এক জন সন্তান রয়েছে, যাঁর নাম জোরাওয়ার সিং। তবে যুবরাজের শৈশবেই তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছিল। এর পর মায়ের সঙ্গেই থাকতে শুরু করেন যুবরাজ। ফলে একা হাতেই ছেলেদের মানুষ করেছেন শবনম।
advertisement
এতে অবশ্য থেমে থাকেনি যোগরাজ সিংয়ের জীবন। তিনি বিয়ে করেছিলেন পঞ্জাবি অভিনেত্রী নীনা বুন্দেলকে। নব্বইয়ের দশকে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নীনা। তবে যোগরাজের সঙ্গে বিয়ের পরে তাঁকে ফিল্ম কেরিয়ার ছেড়ে আমেরিকা চলে যেতে হয়েছিল। তাঁদের দুই সন্তানও রয়েছে - ভিক্টর এবং অমরজিৎ কৌর। সেই সৎ ভাই-বোনেদের সঙ্গে দারুন সম্পর্ক রয়েছে যুবরাজের। এমনকী মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্টও করেন যুবরাজ।
advertisement
তবে তাঁর ছোটবেলাটা খুব একটা মসৃণ ছিল না। কারণ প্রথমে বাবাকে একেবারেই পছন্দ করতেন না যুবরাজ। আসলে ক্রিকেট তাঁর পছন্দের খেলা ছিল না। তিনি স্কেটিং এবং টেনিস খেলতে ভালবাসতেন। কিন্তু যোগরাজ চাইতেন, ছেলে তাঁর ক্রিকেটার হোক। আর পুত্রকে বাইশ গজের অলরাউন্ডার বানানোর জন্য কড়া ট্রেনিং দিতেন যোগরাজ। আর এই বিষয়টাই না-পসন্দ ছিল যুবরাজের। সেই কারণেই মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, যুবরাজের সৎ বোন অমরজিৎ কৌর এক জন টেনিস খেলোয়াড়। আর সৎ ভাই ভিক্টর অভিনয় দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এদিকে তাঁর নিজের ভাই জোরাওয়ার সিংও অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। কিছু ভিডিও অ্যালবামে কাজও করেছেন জোরাওয়ার। তবে বিবাহবিচ্ছেদের কারণে সংবাদ শিরোনামে এসেছেন তিনি। জোরাওয়ারের বিয়ের কিছু দিন পরেই স্ত্রী তাঁর, যুবরাজ সিং ও শবনম সিংয়ের নামে গুরুতর অভিযোগ এনেছেন।









