Yearender 2018: জমজমাট আইপিএল ২০১৯ নিলামপর্ব, উঠে এল একঝাঁক নতুন মুখ

Last Updated:
1/4
 শীতের ডিসেম্বরে জয়পুর জমজমাট। আইপিএলের নিলাম। আর সেটা মানেই চমকের পর চমক। অনামী ক্রিকেটারের হঠাৎ দামী হয়ে যাওয়া। আর নামী ক্রিকেটারের কলকে না পাওয়া। এবারেও তার অন্যথা হল না। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা অনামী বরুণ চক্রবর্তী। নাম শুনে বাঙালি মনে হলেও আদপে ইনি তামিল। এবারের আইপিএলে রহস্য।
শীতের ডিসেম্বরে জয়পুর জমজমাট। আইপিএলের নিলাম। আর সেটা মানেই চমকের পর চমক। অনামী ক্রিকেটারের হঠাৎ দামী হয়ে যাওয়া। আর নামী ক্রিকেটারের কলকে না পাওয়া। এবারেও তার অন্যথা হল না। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলা অনামী বরুণ চক্রবর্তী। নাম শুনে বাঙালি মনে হলেও আদপে ইনি তামিল। এবারের আইপিএলে রহস্য।
advertisement
2/4
ঠিক যেভাবে এরকম কোনও নিলাম থেকে কুলদীপ যাদব, কারিয়াপ্পাদের উঠে আসা। অনামী বরুণের জন্য মরিয়া লড়াই ফ্র্যাঞ্চাইজিদের। শেষ ৮ কোটি ৪০ লাখে ডিল ফাইনাল কিংস ইলেভেন পঞ্জাবের। একইভাবে জাতীয় দলে অনিয়মিত জয়দেব উনাদকাটের ৮ কোটি ৪০ লাখে বিক্রি হওয়া রাজস্থান রয়্যালসে। দাপট ছিল তরুণ ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও।
ঠিক যেভাবে এরকম কোনও নিলাম থেকে কুলদীপ যাদব, কারিয়াপ্পাদের উঠে আসা। অনামী বরুণের জন্য মরিয়া লড়াই ফ্র্যাঞ্চাইজিদের। শেষ ৮ কোটি ৪০ লাখে ডিল ফাইনাল কিংস ইলেভেন পঞ্জাবের। একইভাবে জাতীয় দলে অনিয়মিত জয়দেব উনাদকাটের ৮ কোটি ৪০ লাখে বিক্রি হওয়া রাজস্থান রয়্যালসে। দাপট ছিল তরুণ ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও।
advertisement
3/4
 কার্লোস ব্রেথওয়েট, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরাণ। সবার দর উঠল লাফিয়ে লাফিয়ে। আর ট্র্যাডিশন বজায় রেখে অনামীদের দিকেই ঝুঁকল কেকেআর। ব্রেথওয়েটের পাশাপাশি কিউই পেসার লকি ফার্গুসন, ইংরেজ পেসার হ্যারি গুর্নি, অনামী ইংরেজ অলরাউন্ডার জো ডেলি।
কার্লোস ব্রেথওয়েট, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরাণ। সবার দর উঠল লাফিয়ে লাফিয়ে। আর ট্র্যাডিশন বজায় রেখে অনামীদের দিকেই ঝুঁকল কেকেআর। ব্রেথওয়েটের পাশাপাশি কিউই পেসার লকি ফার্গুসন, ইংরেজ পেসার হ্যারি গুর্নি, অনামী ইংরেজ অলরাউন্ডার জো ডেলি।
advertisement
4/4
শেষ মুহূর্তে দল পেলেন যুবরাজ। বাংলার কপালটা মন্দের ভাল। মনোজ দল না পেলেও আবার হায়দরাবাদেই ফিরলেন ঋদ্ধি। আর শেষ বাজারে বাজিমাত বাংলার অনামী স্পিনার প্রয়াস রায়বর্মনের। দেড় কোটিতে বিক্রি হলেন বিরাটের আরসিবিতে। আইডলের নেতৃত্বে ফার্স্ট ইলেভেনে ফোকাস প্রয়াসের। সত্যি আইপিএল মানেই যে রূপকথার জগতে ঢুকে পড়া।
শেষ মুহূর্তে দল পেলেন যুবরাজ। বাংলার কপালটা মন্দের ভাল। মনোজ দল না পেলেও আবার হায়দরাবাদেই ফিরলেন ঋদ্ধি। আর শেষ বাজারে বাজিমাত বাংলার অনামী স্পিনার প্রয়াস রায়বর্মনের। দেড় কোটিতে বিক্রি হলেন বিরাটের আরসিবিতে। আইডলের নেতৃত্বে ফার্স্ট ইলেভেনে ফোকাস প্রয়াসের। সত্যি আইপিএল মানেই যে রূপকথার জগতে ঢুকে পড়া।
advertisement
advertisement
advertisement