World Cup Semifinal: ভারত তো চলে গেল, বাকি ৩ টি জায়গা, লড়াইতে ৬ দল, কাদের ভাগ্যে ছিঁড়বে শিকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
World Cup Semifinal: ৩ টি জায়গার জন্য ৬ টি দলের লড়াই...
নতুন দিল্লি: এখনও ২৪ ঘণ্টা হয়নি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানের দুর্দান্ত জয়ের আনন্দে এখনও বুঁদ হয়ে রয়েছেন ভারতীয় দলের ফ্যানেরা৷ টিম ইন্ডিয়া ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার টিকিট ইতিমধ্যেই পেয়ে গেছে৷ ভারতই এবারের বিশ্বকাপে প্রথম দেশ যারা সেমিফাইনালে পৌঁছে গেছে৷ এটা ২০২৩ বিশ্বকাপে ভারতের টানা সপ্তম জয়। ভারত ১৪ পয়েন্ট পেয়েছে, সেমিফাইনালের জন্য আর তিনটি স্থান খালি রয়েছে৷ আর এই তিনটি স্থানের জন্য দারুণ টানটান লড়াইতে ৬ টি দল৷ দৌড়ে রয়েছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও৷ Photo- AP
advertisement
শ্রীলঙ্কা কি সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়েছে? ভারতের বিপক্ষে বড় হারের ধাক্কার পর শ্রীলঙ্কার নেট রান রেট এখন -০.২৭৫ থেকে নেমে দাঁড়িয়েছে -১.১৬২এ। ৭ ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট মাত্র ৪। এরপর শ্রীলঙ্কা নিজেদের শেষ কটি ম্যাচ জিততে পারে তাহলে তারা সর্বোচ্চ ৮ পয়েন্টে পৌঁছে যেতে পারে। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে উঠতে গেলে আরও ৫টি দলের ফলাফলের ওপরেও নির্ভর করতে হবে। Photo- AP
advertisement
৩ টি জায়গার জন্য ৬ টি দলের লড়াই বাকি সবকটি দলের চেয়ে এই মুহূর্তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ৭ ম্যাচে ৬ টি জয়ের সাহায্যে ১২ পয়েন্ট পেয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বাকি ২ টি ম্যাচ ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। যদি দক্ষিণ আফ্রিকা এই দুটি ম্যাচের একটিও জিততে পারে তাহলে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে সরাসরি৷ কারণ তখনই কেবল অস্ট্রেলিয়াই এমন এক দল যারা সর্বোচ্চ ১৪ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে৷ ভাল নেট রান রেটও দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে যাওয়ার পথে এগিয়ে রাখবে৷ Photo- AP
advertisement
advertisement
১৪ পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে অস্ট্রেলিয়ার সামনেও ১৪ পয়েন্ট মানে সেমির টিকিট৷ যারা এই পয়েন্ট অর্জন করবে তাদের নকআউট পর্বে পৌঁছতে কোনো সমস্যা হবে না। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-র পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়া, অস্ট্রেলিয়াই এখন একমাত্র দল যারা সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছাতে পারে। অস্ট্রেলিয়ার পরের তিনটি ম্যাচের পরের তিন প্রতিপক্ষ আফগানিস্তান, বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে। Photo- AP
advertisement
অস্ট্রেলিয়া এই তিনটি ম্যাচ জিতলে তাদের ১৪ পয়েন্ট পাবে -সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে। কিন্তু, অস্ট্রেলিয়া যদি মাত্র দুটি ম্যাচ জিততে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ১২ সেক্ষেত্রে নেট রান রেট ভাল না হলে সেমিফাইনালের টিকিট পেতে সমস্যা হতে পারে ক্যাঙারুদের। যাইহোক, অস্ট্রেলিয়ার নেট রান রেট ০.৯৭০, যা ভাল। Photo- AP
advertisement
আফগানিস্তান-নিউজিল্যান্ড এই দুই দলেরও ১২ পয়েন্টে পৌঁছানোর সুযোগ রয়েছে, পরপর ৩ ম্যাচে হারের কারণে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার আশা বেশ ধাক্কা খেয়েছে। বর্তমানে এই দলটি পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। ৭ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। কিউয়ি দলের পরের দুই প্রতিপক্ষ পাকিস্তান ও শ্রীলঙ্কা। Photo- AP
advertisement
advertisement
আফগানিস্তানেরও সুযোগ আছে ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করার। বর্তমানে ৬ ম্যাচে আফগানিস্তানের পয়েন্ট ৬। আফগানিস্তানকে আজ তার পরের ম্যাচ খেলছে নেদারল্যান্ডস৷ এছাড়াও তাদের বাকি দুটি ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া৷ আফগানিস্তান যেভাবে খেলছে তাতে এই তিনটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১২। Photo- AP
advertisement
পাকিস্তানের চান্স কতটা সেমিফাইনালে পৌঁছনোর বিশ্বকাপে পাকিস্তানের দুই ম্যাচ বাকি। শনিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে হবে এবং তারপরে ইংল্যান্ডের সঙ্গে ২২ গজের লড়াই হবে। পাকিস্তান সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে চাইলে যেকোনো মূল্যে নিউজিল্যান্ডকে হারাতে হবে। তার কাছে এই ম্যাচটা কোয়ার্টার ফাইনালের মতো। এই ম্যাচে তারা হেরে গেলেই এবারের বিশ্বকাপে তাদের অভিযান শেষ হয়ে যাবে৷ ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দলটি। পাকিস্তানের কাছে হারলে নিউজিল্যান্ড সর্বোচ্চ ১০ পয়েন্টে পৌঁছাতে পারে৷ সেমিফাইনালের টিকিট পেতে গেলে পাকিস্তানকে নিজেদের দুটি ম্যাচেই জিততে হবে৷ এর পাশাপাশি পাকিস্তানকেও প্রার্থনা করতে হবে যে আফগানিস্তান তাদের দুটি ম্যাচে হারে। Photo- AP