বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য একজন ক্রিকেটারকেই শুভেচ্ছা মোদির, কাকে ও কেন জানালেন!

Last Updated:
1/8
বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটারকে বেছে নিয়েোছে ভারতীয় বোর্ড ৷ তারমধ্যে বেছে বেছে একজন ক্রিকেটারকেই শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ৷ Photo-PTI
বিশ্বকাপের জন্য ১৫ ক্রিকেটারকে বেছে নিয়েোছে ভারতীয় বোর্ড ৷ তারমধ্যে বেছে বেছে একজন ক্রিকেটারকেই শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ৷ Photo-PTI
advertisement
2/8
জমিয়ে ক্রিকেট মরশুম চলছে ৷ আইপিএল -র মধ্যেই বিশ্বকাপের দলে ঢুকে পড়ার সুখবর পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ৷ কিন্তু এত ক্রিকেটের মধ্যে হঠাৎ নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে চুইট করে ভাইরাল তিনি ৷ Photo-AP
জমিয়ে ক্রিকেট মরশুম চলছে ৷ আইপিএল -র মধ্যেই বিশ্বকাপের দলে ঢুকে পড়ার সুখবর পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ৷ কিন্তু এত ক্রিকেটের মধ্যে হঠাৎ নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে চুইট করে ভাইরাল তিনি ৷ Photo-AP
advertisement
3/8
বিশ্বকাপের গরম খবর আইপিএলের গরম বাজারের মধ্যে রবীন্দ্র জাডেজা হঠাৎ টুইট করেছেন আমি বিজেপিকে সমর্থন করি, আর এতে ট্যাগ করেছেন নরেন্দ্র মোদিকে   হ্যাশট্যাগ দিয়েছেন ষ পাশাপাশি নিজের স্ত্রী রিভা জাডেজার নাম দিয়ে জয় হিন্দ লিখেছেন ৷ Photo Courtesy- Ravindra Jadeja /Twitter
বিশ্বকাপের গরম খবর আইপিএলের গরম বাজারের মধ্যে রবীন্দ্র জাডেজা হঠাৎ টুইট করেছেন আমি বিজেপিকে সমর্থন করি, আর এতে ট্যাগ করেছেন নরেন্দ্র মোদিকে হ্যাশট্যাগ দিয়েছেন ষ পাশাপাশি নিজের স্ত্রী রিভা জাডেজার নাম দিয়ে জয় হিন্দ লিখেছেন ৷ Photo Courtesy- Ravindra Jadeja /Twitter
advertisement
4/8
আসলে দিন কয়েকের মধ্যেই জাডেজা পরিবারে রাজনৈতিক রং দারুণ চড়েছে ৷ জাডেজার বোন যোগ দিয়েছেন কংগ্রেসে এবং স্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে ৷ Photo -File
আসলে দিন কয়েকের মধ্যেই জাডেজা পরিবারে রাজনৈতিক রং দারুণ চড়েছে ৷ জাডেজার বোন যোগ দিয়েছেন কংগ্রেসে এবং স্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে ৷ Photo -File
advertisement
5/8
আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মরশুমটা দারুণ হওয়ার পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাডেজা ৷ Photo Courtesy- BCCI/IPL
আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মরশুমটা দারুণ হওয়ার পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাডেজা ৷ Photo Courtesy- BCCI/IPL
advertisement
6/8
রবীন্দ্র জাডেজা-র সোশ্যাল মিডিয়া পোস্টে শুধু নেটিজেনরাই নিজেদের মত বিনিময় করেছেন তা নয় ৷ খোদ প্রধানমন্ত্রীও উত্তর করেছেন ৷ Photo-AP
রবীন্দ্র জাডেজা-র সোশ্যাল মিডিয়া পোস্টে শুধু নেটিজেনরাই নিজেদের মত বিনিময় করেছেন তা নয় ৷ খোদ প্রধানমন্ত্রীও উত্তর করেছেন ৷ Photo-AP
advertisement
7/8
নরেন্দ্র মোদি রবীন্দ্র জাডেজাকে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার শুভেচ্ছা জানিয়েছেন ওই টুইটেই ৷  Photo Courtesy- Ravindra Jadeja /Twitter
নরেন্দ্র মোদি রবীন্দ্র জাডেজাকে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার শুভেচ্ছা জানিয়েছেন ওই টুইটেই ৷ Photo Courtesy- Ravindra Jadeja /Twitter
advertisement
8/8
আসলে রবীন্দ্র জাডেজা -র নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক বেশ ভালো ৷ তাই এই দুজন এভাবে খোলাখুলি সমর্থনে এগিয়ে এসেছেন ৷ Photo- File
আসলে রবীন্দ্র জাডেজা -র নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্ক বেশ ভালো ৷ তাই এই দুজন এভাবে খোলাখুলি সমর্থনে এগিয়ে এসেছেন ৷ Photo- File
advertisement
advertisement
advertisement