Rahul Dravid Raveena Tandon Rumoured Love Story: দ্রাবিড়-রবিনার প্রেম! গড়িয়েছিল বিয়ে পর্যন্ত! অজানা প্রেম কাহিনি

Last Updated:
Rahul Dravid Raveena Tandon Rumoured Love Story: একসময় বি টাউনে ঝড় বয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড় এবং রবিনা টন্ডনের প্রেমের গুঞ্জনে। অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভারতীয় ক্রিকেট দলের তারকা রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডনের প্রেমের জল্পনা সামনে এসেছল। যা সত্যিই বি টাউনে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল।
1/7
বলিউডের নায়িকাদে ভারতীয় ক্রিকেটারদের ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ে কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে এই ট্রেন্ড চলেই আসছে। তবে এদের মধ্যে কোনও সম্পর্ক বাস্তব আবার কোনও সম্পর্ক শুধুই রটনা বা গুজব হয়ে থেকে যায়।
বলিউডের নায়িকাদে ভারতীয় ক্রিকেটারদের ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ে কোনও নতুন বিষয় নয়। দশকের পর দশক ধরে এই ট্রেন্ড চলেই আসছে। তবে এদের মধ্যে কোনও সম্পর্ক বাস্তব আবার কোনও সম্পর্ক শুধুই রটনা বা গুজব হয়ে থেকে যায়।
advertisement
2/7
একসময় বি টাউনে ঝড় বয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড় এবং রবিনা টন্ডনের প্রেমের গুঞ্জনে। অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভারতীয় ক্রিকেট দলের তারকা রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডনের প্রেমের জল্পনা  সামনে এসেছল। যা সত্যিই বি টাউনে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল।
একসময় বি টাউনে ঝড় বয়ে গিয়েছিল রাহুল দ্রাবিড় এবং রবিনা টন্ডনের প্রেমের গুঞ্জনে। অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভারতীয় ক্রিকেট দলের তারকা রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডনের প্রেমের জল্পনা সামনে এসেছল। যা সত্যিই বি টাউনে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল।
advertisement
3/7
এক পার্টিতে একসঙ্গে অনেকক্ষণ গল্প করতে দেখা গিয়েছিল রবিনা এবং রাহুলকে। শুধু প্রেম নয়, শোনা গিয়েছিল রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডন নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। যদিও এই ঘটনায় শেষমেশ মুখ খুলেছিলেন রবিনা টন্ডন। পুরো বিষয়টি পরিষ্কার করেছিলেন রবিনা।
এক পার্টিতে একসঙ্গে অনেকক্ষণ গল্প করতে দেখা গিয়েছিল রবিনা এবং রাহুলকে। শুধু প্রেম নয়, শোনা গিয়েছিল রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডন নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। যদিও এই ঘটনায় শেষমেশ মুখ খুলেছিলেন রবিনা টন্ডন। পুরো বিষয়টি পরিষ্কার করেছিলেন রবিনা।
advertisement
4/7
সেই সময় এক সাক্ষাৎকারে রবিনা টন্ডন বলেছিলেন,"ঈশ্বরের দিব্যি রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এমনকী প্লেয়ার হিসেবে চিনলেও মানুষ হিসেবে কেমন আমি ঠিক করে তাঁকে চিনি পর্যন্ত না। ঘনিষ্ঠ বন্ধু হলে অনেক সময় এমন গুজব রটে থাকে। তেমনটাও এ ক্ষেত্রে নয়। এমন রটনা খুবই বিরক্তকর।"
সেই সময় এক সাক্ষাৎকারে রবিনা টন্ডন বলেছিলেন,"ঈশ্বরের দিব্যি রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এমনকী প্লেয়ার হিসেবে চিনলেও মানুষ হিসেবে কেমন আমি ঠিক করে তাঁকে চিনি পর্যন্ত না। ঘনিষ্ঠ বন্ধু হলে অনেক সময় এমন গুজব রটে থাকে। তেমনটাও এ ক্ষেত্রে নয়। এমন রটনা খুবই বিরক্তকর।"
advertisement
5/7
এছাড়াও রবিনা টন্ডন বলেছিলেন,"আমার সঙ্গে রাহুল দ্রাবিড়ের আলাপ কয়েকটি অনুষ্ঠানে ছাড়া আর কোথাও হয়নি। তিনি আমার বন্ধুদের তালিকাতেও পড়েন না। আমি এও জানি না এই গুজব রটানোর কারণ কী। কেন এইভাবে আমাদের লিঙ্কআপ করা হচ্ছে তা সত্যিই আমার অজানা।"
এছাড়াও রবিনা টন্ডন বলেছিলেন,"আমার সঙ্গে রাহুল দ্রাবিড়ের আলাপ কয়েকটি অনুষ্ঠানে ছাড়া আর কোথাও হয়নি। তিনি আমার বন্ধুদের তালিকাতেও পড়েন না। আমি এও জানি না এই গুজব রটানোর কারণ কী। কেন এইভাবে আমাদের লিঙ্কআপ করা হচ্ছে তা সত্যিই আমার অজানা।"
advertisement
6/7
রবিনা আরও বলেছিলেন,"এমন গুজব সম্পর্ক আরও নষ্ট করে দেয়। ভবিষ্যতে যদি আমার তাঁর (রাহুল দ্রাবিড়) সঙ্গে দেখা হয় আমি একটু হলেও ইতস্তত বোধ করব। কারণ এই সব গুজব তাঁর কানেও গিয়েছে। তবে আমি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করব।"
রবিনা আরও বলেছিলেন,"এমন গুজব সম্পর্ক আরও নষ্ট করে দেয়। ভবিষ্যতে যদি আমার তাঁর (রাহুল দ্রাবিড়) সঙ্গে দেখা হয় আমি একটু হলেও ইতস্তত বোধ করব। কারণ এই সব গুজব তাঁর কানেও গিয়েছে। তবে আমি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করব।"
advertisement
7/7
এই গুজবের কয়েক দিনের মধ্যেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। ২০০৩ সালে রাহুল দ্রাবিড় বিয়ে করেন বিজয়তা পেনধারকরে। ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা টন্ডন। তারপর থেকে রাহুল-রবিনার সম্পর্কের গুজব চাপা পড়ে যায়।
এই গুজবের কয়েক দিনের মধ্যেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। ২০০৩ সালে রাহুল দ্রাবিড় বিয়ে করেন বিজয়তা পেনধারকরে। ২০০৪ সালে অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা টন্ডন। তারপর থেকে রাহুল-রবিনার সম্পর্কের গুজব চাপা পড়ে যায়।
advertisement
advertisement
advertisement