খেলবে না কেকেআর, তাও চলে যাবে ফাইনালে! একমাত্র 'এটাই' পথ, বড় ব্যাপার কিন্তু

Last Updated:
Ipl 2024 how kkr can qualify for final without playing qualifier: প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে জায়গা পাকা করেছে কেকেআর। তবে কেকেআর কার বিরুদ্ধে খেলবে তা এখনও স্পষ্ট নয়। সানরাইজার্স, রাজস্থান নাকি সিএসকে! সেটা এখনই বলা সম্ভব নয়।
1/8
খেলতে হবে না কোয়ালিফায়ার ম্যাচ। না খেলেই কেকেআর কিন্তু চলে যেতে পারে আইপিএল ফাইনালে। ইয়ার্কি নয়, একেবারে আসল খবর জানাচ্ছি আমরা।
খেলতে হবে না কোয়ালিফায়ার ম্যাচ। না খেলেই কেকেআর কিন্তু চলে যেতে পারে আইপিএল ফাইনালে। ইয়ার্কি নয়, একেবারে আসল খবর জানাচ্ছি আমরা।
advertisement
2/8
আপনি হয়তো এমন প্রতিবেদন দেখে ভাবছেন, ব্যাপারটা হেঁয়ালি। কিন্তু তা একেবারেই নয়। কেকেআরের কাছে ম্যাচ না খেলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে।
আপনি হয়তো এমন প্রতিবেদন দেখে ভাবছেন, ব্যাপারটা হেঁয়ালি। কিন্তু তা একেবারেই নয়। কেকেআরের কাছে ম্যাচ না খেলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে।
advertisement
3/8
প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে জায়গা পাকা করেছে কেকেআর। তবে কেকেআর কার বিরুদ্ধে খেলবে তা এখনও স্পষ্ট নয়। সানরাইজার্স, রাজস্থান নাকি সিএসকে!
প্রথম দল হিসেবে আইপিএল প্লে-অফে জায়গা পাকা করেছে কেকেআর। তবে কেকেআর কার বিরুদ্ধে খেলবে তা এখনও স্পষ্ট নয়। সানরাইজার্স, রাজস্থান নাকি সিএসকে!
advertisement
4/8
গ্রুপ পর্বে এর আগে কেকেআর বনাম গুজরাত ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবার প্রশ্ন হল, ২২ মে আহমেদাবাদেও বৃষ্টি হলে কী হবে!
গ্রুপ পর্বে এর আগে কেকেআর বনাম গুজরাত ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়েছে। এবার প্রশ্ন হল, ২২ মে আহমেদাবাদেও বৃষ্টি হলে কী হবে!
advertisement
5/8
এমনিতে কেকেআর ফাইনাল খেলার দুটি সুযোগ পাবে। কোয়ালিফায়াকে হারলেও আরেকটি সুযোগ থাকবে গম্ভীরের দলের সামনে। তবে বৃষ্টি হলে হিসেব অন্য।
এমনিতে কেকেআর ফাইনাল খেলার দুটি সুযোগ পাবে। কোয়ালিফায়াকে হারলেও আরেকটি সুযোগ থাকবে গম্ভীরের দলের সামনে। তবে বৃষ্টি হলে হিসেব অন্য।
advertisement
6/8
বৃষ্টি কেকেআর সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। কারণ আইপিএলের নিয়ম বলছে, কোয়ালিফায়ার ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে যে দলের পয়েন্ট ও রান রেট বেশি তারা সরাসরি যাবে ফাইনালে।
বৃষ্টি কেকেআর সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারে। কারণ আইপিএলের নিয়ম বলছে, কোয়ালিফায়ার ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে যে দলের পয়েন্ট ও রান রেট বেশি তারা সরাসরি যাবে ফাইনালে।
advertisement
7/8
কোয়ালিফাযারের কোনও রিজার্ভ ডে নেই। ফলে কোয়ালিফায়ার বৃষ্টির জন্য ভেস্তে গেলে কেকেআর সরাসরি খেলবে ফাইনাল। দ্বিতীয় দলকে এলিমিনেটর খেলতে হবে।
কোয়ালিফাযারের কোনও রিজার্ভ ডে নেই। ফলে কোয়ালিফায়ার বৃষ্টির জন্য ভেস্তে গেলে কেকেআর সরাসরি খেলবে ফাইনাল। দ্বিতীয় দলকে এলিমিনেটর খেলতে হবে।
advertisement
8/8
২২ মে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। আকাশ পরিষ্কার থাকার কথা। তবে প্রকৃতির খামখেয়ালির কথা কে বলতে পারে!
২২ মে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। আকাশ পরিষ্কার থাকার কথা। তবে প্রকৃতির খামখেয়ালির কথা কে বলতে পারে!
advertisement
advertisement
advertisement