Gautam Gambhir : গম্ভীরের ভবিষ্যত ঠিক করে ফেলল বিসিসিআই! চাকরি কি তা হলে আর থাকছে না? বোর্ড কর্তা জানিয়ে দিলেন...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir : সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘ বোর্ডের এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। ও নিজের মতো একটা দল তৈরি করেছে।
advertisement
অলরাউন্ডার এবং উইকেটকিপার ছাড়া ৩ ব্যাটার নিয়ে খেলেছিল ভারত, তিন ব্যাটারের মোট রান ৩৩। রোহিত এবং বিরাট পরবর্তী টেস্ট ক্রিকেটে এখনও ৭ ম্যাচ খেলেছে ভারত, হার ৪টিতেই। ফলে কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর গম্ভীরকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছে। তবে আসল প্রশ্নটা হল, বিসিসিআই কী ভাবছে! কারণ সাংবাদিক সম্মেলনে এসে গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, তাঁর ভবিষ্যত নির্ধারণ করতে পারে একমাত্র বোর্ড।
advertisement
এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘ বোর্ডের এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। ও নিজের মতো একটা দল তৈরি করেছে। ২০২৭–এর বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের। গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠক হবে বোর্ডের কর্তাদের। সেখানেই গম্ভীরকে জিজ্ঞাসা করা হবে, দলের এই ট্রানজিশন-এর সময়টাকে কীভাবে দেখছে ও।’
advertisement
advertisement
এদিকে ভারত সিরিজ হারার পর গম্ভীর বলেছেন, ‘আমাকে নিয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। মনে রাখবেন, আমি সেই একই লোক যার তত্ত্বাবধানে ইংল্যান্ডে দল ভাল ফল করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে আমাদের দল। এই হারের জন্য সবাই দায়ী। তবে দায়টা আমার থেকে শুরু হচ্ছে। কোনও নির্দিষ্ট ক্রিকেটার বা কোনও নির্দিষ্ট শটকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমি কখনও কাউকে দোষ দিইনি। আগামী দিনেও দেব না।’
advertisement
