মিষ্টি রোদে স্বস্তির দিন—বাঁকুড়ায় আজ শুষ্ক ও মনোরম আবহাওয়া
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, হালকা কুয়াশা কাটিয়ে দিনের বেলায় মিষ্টি রোদ ও সহনীয় তাপমাত্রায় স্বস্তিতে কাটবে আজকের দিন।
শীতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ বাঁকুড়া জেলা জুড়ে আবহাওয়া থাকছে স্বস্তিদায়ক ও মনোরম। সকাল থেকেই হালকা কুয়াশা ও ধোঁয়াটে রোদের মেলবন্ধনে দিন শুরু হয়েছে। সূর্যের আলো ধীরে ধীরে উজ্জ্বল হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার তীব্রতা অনেকটাই কমে আসে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও দুপুরের দিকে রোদের তাপে পরিবেশ বেশ আরামদায়ক হয়ে ওঠে। শহর ও গ্রামাঞ্চল—সর্বত্রই স্বাভাবিক ছন্দে চলছে জনজীবন। কৃষিকাজ, নির্মাণকাজ ও দৈনন্দিন জীবিকার কাজে আবহাওয়ার কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে চাষিরা মাঠের কাজে স্বস্তিতে রয়েছেন।
advertisement
দুপুরের দিকে রোদ কিছুটা তীব্র হলেও বাতাসে শীতের আমেজ বজায় থাকায় গরমের অস্বস্তি তেমন অনুভূত হচ্ছে না। বিকেলের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে, বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
আবহাওয়াবিদদের মতে, আপাতত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বড় কোনও আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন বাঁকুড়া জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আজ বাঁকুড়া জেলায় আবহাওয়া থাকছে শুষ্ক ও মনোরম। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াটে রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুপুরে রোদ কিছুটা তীব্র হলেও বিকেল ও সন্ধ্যার দিকে ফের ঠান্ডার আমেজ অনুভূত হবে







