Sunil Gavaskar Birthday: সুনীল গাভাসকরের ৭৪তম জন্মদিন, ফিরে দেখা লিটল মাস্টারের ৫টি চিরস্মরণীয় রেকর্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Happy Birthday Sunil Gavaskar: ১০ জুলাই ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাসকরের ৭৪তম জন্মদিন। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সানি। লিটল মাস্টারকে বিসিসিআইয়ের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। সঙ্গে তুলে ধরা হয়েছে গাভাসকরের পরিসংখ্যান।
১০ জুলাই ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তী ব্যাটার সুনীল গাভাসকরের ৭৪তম জন্মদিন। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সানি। লিটল মাস্টারকে বিসিসিআইয়ের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। সঙ্গে তুলে ধরা হয়েছে গাভাসকরের পরিসংখ্যান। ক্যাপশনে লেখা হয়েছে,'২৩৩ আন্তর্জাতিক ম্যাচে ১৩ হাজার ২১৪ রান, ১৯৮৩ বিশ্বকাপ জয়ী'।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সুনীল গাভাসকর হলেন একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ব্যাট হাতে একটি পুরো ইনিংস খেলেছিলেন। ১৯৮৩ সালের পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ১০৭ রান করে এক ইনংসে নট আউট ছিলেন যা এক রেকর্ড সৃষ্টি করেছে। গাভাসকর ছাড়া রাহুল দ্রাবিড় , বীরেন্দ্র সেহওয়াগ এবং চেতেশ্বর পূজারা হলেন এই ৩জন ভারতীয় ব্যাটসম্যান যারা এই অনবদ্য রেকর্ড করেছিলেন পরবর্তীকালে।