দেখার মতো ফুলের কাজ, রাহুল-আথিয়ার বিয়েতে নজর কাড়ল এই খামারবাড়ি

Last Updated:
KL Rahul Athiya Shetty Wedding Decor: রকমারি ফুলের মেলা যেন! রাহুল-আথিয়ার বিয়ের জন্য খান্ডালা হাউসের সাজ ছিল দেখার মতো।
1/5
২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। বিয়ে হয়েছে সুনীল শেট্টির খান্ডালা হাউসে। এটি মূলত খামারবাড়ি।
২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি। বিয়ে হয়েছে সুনীল শেট্টির খান্ডালা হাউসে। এটি মূলত খামারবাড়ি।
advertisement
2/5
রাহুল ও আথিয়ার বিয়ের জন্য ফুলে ফুলে সেজে উঠেছিল এই খামাবাড়ি। গাঁদা, চামেলি, জুঁই সহ একের পর এক ফুলের মেলা লেগেছিল যেন!
রাহুল ও আথিয়ার বিয়ের জন্য ফুলে ফুলে সেজে উঠেছিল এই খামাবাড়ি। গাঁদা, চামেলি, জুঁই সহ একের পর এক ফুলের মেলা লেগেছিল যেন!
advertisement
3/5
সিনেমা থেকে অবসরের পর হোটেল ব্যবসা শুরু করেছিলেন সুনীল শেট্টি। তিনি এখন নামজাদা ব্যবসায়ী। আর তাঁর খান্ডালার খামারবাড়িটি আত্মীয়দের সঙ্গে পারিবারিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।
সিনেমা থেকে অবসরের পর হোটেল ব্যবসা শুরু করেছিলেন সুনীল শেট্টি। তিনি এখন নামজাদা ব্যবসায়ী। আর তাঁর খান্ডালার খামারবাড়িটি আত্মীয়দের সঙ্গে পারিবারিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।
advertisement
4/5
আথিয়া ও রাহুলের বিয়ের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল মণ্ডপ। তবে খুব কম সংখ্যক আত্মীয়, বন্ধুদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
আথিয়া ও রাহুলের বিয়ের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল মণ্ডপ। তবে খুব কম সংখ্যক আত্মীয়, বন্ধুদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।
advertisement
5/5
রিসেপশন পার্টি ও হানিমুন আপাতত হচ্ছে না। কেএল রাহুল আপাতত ক্রিকেটে ব্যস্ত থাকবেন। তাই আইপিএলের পর নতুন বউকে নিয়ে হানিমুনে যাবেন বলে জানা যাচ্ছে।
রিসেপশন পার্টি ও হানিমুন আপাতত হচ্ছে না। কেএল রাহুল আপাতত ক্রিকেটে ব্যস্ত থাকবেন। তাই আইপিএলের পর নতুন বউকে নিয়ে হানিমুনে যাবেন বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
advertisement