'বাংলার রাজপুত্র, তুমি সব অ্যাঙ্গেল থেকে হ্যান্ডসাম', সৌরভের প্রশংসায় সুন্দরী, 'দাদা' লজ্জায় লাল

Last Updated:
Sourav Ganguly: আট থেকে আশি, অনেক মহিলার ক্রাশ তিনি। প্রিন্স অফ ক্যালকাটা। তবে এখন খেলা থেকে বেশ কিছুটা দূরে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবুও দাদাগিরির সেটে রোজই বাপি বাড়ি যা শট খেলেন তিনি। এবার এখ সুন্দরী মহিলার থেকে প্রশংসা শুনলেন।
1/7
আট থেকে আশি, অনেক মহিলার ক্রাশ তিনি। প্রিন্স অফ ক্যালকাটা। তবে এখন খেলা থেকে বেশ কিছুটা  দূরে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবুও দাদাগিরির সেটে রোজই বাপি বাড়ি যা শট খেলেন তিনি।
আট থেকে আশি, অনেক মহিলার ক্রাশ তিনি। প্রিন্স অফ ক্যালকাটা। তবে এখন খেলা থেকে বেশ কিছুটা দূরে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবুও দাদাগিরির সেটে রোজই বাপি বাড়ি যা শট খেলেন তিনি।
advertisement
2/7
সৌরভের অগণিত মহিলা ভক্তের কথা আর নতুন করে বলে দিতে হয় না। দাদাগিরির মঞ্চে রোজও প্রমাণ হয়, এখনও বহু বাঙালি মহিলার হার্টথ্রব সৌরভ।
সৌরভের অগণিত মহিলা ভক্তের কথা আর নতুন করে বলে দিতে হয় না। দাদাগিরির মঞ্চে রোজও প্রমাণ হয়, এখনও বহু বাঙালি মহিলার হার্টথ্রব সৌরভ।
advertisement
3/7
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসা শুনলে কিছুটা অপ্রস্তুতে পড়েন ঠিকই। তবে আবার সেই পরিস্থিতি সামলেও নেন। এবারও তেমনই হল দাদাগিরির মঞ্চে।
সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশংসা শুনলে কিছুটা অপ্রস্তুতে পড়েন ঠিকই। তবে আবার সেই পরিস্থিতি সামলেও নেন। এবারও তেমনই হল দাদাগিরির মঞ্চে।
advertisement
4/7
জয়ীতা নামের এক ইনফ্লুয়েন্সার এসেছিলেন দাদাগিরিতে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন। তাঁরই প্রশংসায় লজ্জায় লাল হলেন সৌরভ।
জয়ীতা নামের এক ইনফ্লুয়েন্সার এসেছিলেন দাদাগিরিতে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন। তাঁরই প্রশংসায় লজ্জায় লাল হলেন সৌরভ।
advertisement
5/7
ফটোতে কীভাবে বেশি আকর্ষণীয় দেখানো যায়, সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেন জয়িতা। তাঁর কাছে সৌরভ টিপস চেয়েছিলেন, কীভাবে তাঁকেও ফটোতে আরও বেশি আকর্ষণীয় দেখাবে!
ফটোতে কীভাবে বেশি আকর্ষণীয় দেখানো যায়, সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেন জয়িতা। তাঁর কাছে সৌরভ টিপস চেয়েছিলেন, কীভাবে তাঁকেও ফটোতে আরও বেশি আকর্ষণীয় দেখাবে!
advertisement
6/7
জয়িতা তখনই সৌরভকে বলেন, তুমি বাংলার যুবরাজ। তোমাকে তো যে কোনও অ্যাঙ্গেল থেকেই সুন্দর দেখতে, তুমি এত হ্যান্ডসাম। তোমাকে সামনে থেকে আরও বেশি হ্যান্ডসাম লাগে।
জয়িতা তখনই সৌরভকে বলেন, তুমি বাংলার যুবরাজ। তোমাকে তো যে কোনও অ্যাঙ্গেল থেকেই সুন্দর দেখতে, তুমি এত হ্যান্ডসাম। তোমাকে সামনে থেকে আরও বেশি হ্যান্ডসাম লাগে।
advertisement
7/7
সুন্দরী জয়িতার থেকে এমন কথা শুনে লজ্জায় লাল হন সৌরভ। তবে তিনি জয়িতাকে জানান, তাঁকে কেউ রাজপুত্র বললে তিনি বেশ খুশি হন।
সুন্দরী জয়িতার থেকে এমন কথা শুনে লজ্জায় লাল হন সৌরভ। তবে তিনি জয়িতাকে জানান, তাঁকে কেউ রাজপুত্র বললে তিনি বেশ খুশি হন।
advertisement
advertisement
advertisement