Sourav On Sana's Future: মেয়ে সানাকে নিয়ে এত বড় কথা বলে দিলেন বাবা সৌরভ, সকলে হবে বাকরুদ্ধ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav On Sana's Future: সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা রাত ১-২ টোয় ঘুমোতে যেত আর ঘুম থেকে উঠতে উঠতে বেলা একটা হত, কিন্তু লন্ডনে পড়তে গিয়ে পুরোপুরি বদলে গেছে সানা৷ সে নিজের দায়িত্ব তো সব পালন করে পাশাপাশি ইনোভারভের কনসালট্যান্টের পদে কর্মরত৷ Photo- File
আরও পাঁচটা বাবা-র মতো মেয়ে সানা কাছে না থাকায় মন খারাপ হয় সৌরভের৷ কিন্তু সন্তানের সেরাটা চেয়েই তাঁকে লন্ডনে পাঠান সৌরভ ও ডোনা৷ এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন কলকাতায় থাকাকালীন সানা-র জীবনে রুটিন ছিল না৷ কিন্তু বাইরে যাওয়ার পর সানা অনেক বেশি অর্গানাইজড হয়ে উঠেছে, এবং এই মুহূর্তে একজন দায়িত্বশীল পেশাদার৷ Photo- File
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement