#কলকাতা: এক ফ্রেমে ভারতের দুই সর্বকালীন সেরা অধিনায়ক। একজন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর রানার্স অধিনায়ক।
2/ 4
এক ফ্রেমে ভারতীয় ক্রিকেটের দুই আইকন। এক ফ্রেমে সৌরভ-ধোনি। মুম্বইতে ভারতের প্রাক্তন দুই অধিনায়ক একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনিকে একসঙ্গে দেখা গেল।
3/ 4
একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দুজনকে একসঙ্গে দেখা যাবে বলে খবর। সেই বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্যই মুম্বই উড়ে গেছেন দাদা।
4/ 4
মুম্বইতেই সেই বিজ্ঞাপনের জন্য রয়েছেন ধোনি বলে খবর। সেখানেই দুজনকে একসঙ্গে দেখা গেল। Input- Eron Roy Burman
Sourav and Dhoni: এক ফ্রেমে দাদা ও ধোনি, কারণ জানতে উদগ্রীব ফ্যানরা, রইল ফটো
এক ফ্রেমে ভারতীয় ক্রিকেটের দুই আইকন। এক ফ্রেমে সৌরভ-ধোনি। মুম্বইতে ভারতের প্রাক্তন দুই অধিনায়ক একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনিকে একসঙ্গে দেখা গেল।