IND vs ENG: গিলের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরি, এমন নজির কারও নেই! বার্মিংহামে ইংরেজদের জবাব দিচ্ছে ভারত

Last Updated:
IND vs ENG 2nd Test: অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন শুভমান গিল। লিডসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন গিল। এবার বার্মিংহামেও সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে অভিষেকের পর পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করলেন গিল।
1/6
অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন শুভমান গিল। লিডসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন গিল। এবার বার্মিংহামেও সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে অভিষেকের পর পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করলেন গিল। (Photo-AP)
অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন শুভমান গিল। লিডসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচ সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন গিল। এবার বার্মিংহামেও সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে অভিষেকের পর পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করলেন গিল। (Photo-AP)
advertisement
2/6
বার্মিং হামে কঠিন পরিস্থিতিতে অধিনায়কোচিত ইনিংস খেলেন শুভমান গিল। কেএল রাহুল ও করুন নায়ার আউট হওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখানে যশস্বী জয়সওয়ালের সঙ্গে পার্টনারশিপ গড়ে দের ভিত গড়েন গিল।   (Photo-AP)
বার্মিং হামে কঠিন পরিস্থিতিতে অধিনায়কোচিত ইনিংস খেলেন শুভমান গিল। কেএল রাহুল ও করুন নায়ার আউট হওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখানে যশস্বী জয়সওয়ালের সঙ্গে পার্টনারশিপ গড়ে দের ভিত গড়েন গিল। (Photo-AP)
advertisement
3/6
যশস্বী জয়সওয়ালও দুরন্ত ব্যাটিং করেন। ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। গিল ও যশস্বী মিলে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি বড় স্কোর করতে পারেননি। সেখানে ভারত ফের চাপে পড়ে যায়।   (Photo-AP)
যশস্বী জয়সওয়ালও দুরন্ত ব্যাটিং করেন। ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। গিল ও যশস্বী মিলে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ঋষভ পন্থ ও নীতিশ রেড্ডি বড় স্কোর করতে পারেননি। সেখানে ভারত ফের চাপে পড়ে যায়। (Photo-AP)
advertisement
4/6
এরপর রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান গিল। ঠান্ডা মাথায় ব্যাটিং করে নিজের পরিপক্কতা দেখান ভারত অধিনায়ক। বেশ কিছু নিজের ট্রেডমার্ক শটও খেলেন গিল।  (Photo-AP)
এরপর রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান গিল। ঠান্ডা মাথায় ব্যাটিং করে নিজের পরিপক্কতা দেখান ভারত অধিনায়ক। বেশ কিছু নিজের ট্রেডমার্ক শটও খেলেন গিল। (Photo-AP)
advertisement
5/6
১৯৯ বলে নিজের শতরান পূরণ করেন গিল। জো রুটের ওভারে ২টি চার মেরে পূরণ করেন সেঞ্চুরি। এটি গিলের সপ্তম টেস্ট সেঞ্চুরি, যার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধেই ৪টি সেঞ্চুরি করেছেন তিনি।  (Photo-AP)
১৯৯ বলে নিজের শতরান পূরণ করেন গিল। জো রুটের ওভারে ২টি চার মেরে পূরণ করেন সেঞ্চুরি। এটি গিলের সপ্তম টেস্ট সেঞ্চুরি, যার মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধেই ৪টি সেঞ্চুরি করেছেন তিনি। (Photo-AP)
advertisement
6/6
দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩১০। ৯৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে কিছুটা শক্তিশালী জায়গায় পৌছে দিয়েছেন গিল ও জাদেজা। ১১৪ রান করে গিল ও ৪১ রান করে জাদেজা অপরাজিত রয়েছেন। (Photo AP)
দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩১০। ৯৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে কিছুটা শক্তিশালী জায়গায় পৌছে দিয়েছেন গিল ও জাদেজা। ১১৪ রান করে গিল ও ৪১ রান করে জাদেজা অপরাজিত রয়েছেন। (Photo AP)
advertisement
advertisement
advertisement