ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা ও প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের সম্পর্কের টানাপোড়েন নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে। তাদের বিবাহ বিচ্ছেদ খুব শীঘ্রই বলে জল্পনা।
2/ 6
এখনও সরকারিভাবে ডিভোর্স না হলেও তাদের মধ্যে বিভেদ স্পষ্টের একাধিক প্রমাণ মিলেছে। পাকিস্তানের অভিনেত্রী আয়েষা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতা নিয়েই সানিয়া-শোয়েবের সংসারে কলহ বলে জানা যায়।
3/ 6
বর্তমানে আইনত তাঁরা দম্পতি হলেও সম্পর্কের বাঁধন আর আগের মত নেই। তাদের যোগসূত্রের একমাত্র মাধ্যম হল পুত্র ইজহান। ছেলেকে সঙ্গে নিয়েই একমাত্র তাদের একসঙ্গে দেখা যায়।
4/ 6
১২ এপ্রিল শোয়েব-সানিয়ার ১৩ তম বিবাহ বার্ষিকী ছিল। ২০১০ সালে পাক ক্রিকেটারের সঙ্গে ধূমধামের সঙ্গে বিয়ে ভারতীয় টেনিস সুন্দরীর। বর্তনানে তাদের সম্পর্ক যে একেবারেই ভালো জায়গায় নেই তার প্রমাণ মিলল বিবাহ বার্ষিকীতেও।
5/ 6
কয়েক বছর আগে পর্যন্ত একসঙ্গে ঘনঘন শোয়েব-সানিয়া একে অপরের ছবি পোস্ট করতেন। বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছাও জানাতেন। থাকত মন ছুঁয়ে যাওয়ার বার্তা।
6/ 6
কিন্তু ১৪-তম বিবাহ বার্ষিকীতে না একসঙ্গে ছবি না শুভেচ্ছা বার্তা। পারিবারিকভাবেও পালিত হয়েছে কিনা তা জানা যায়নি। ফলে মানসিক দূরত্ব বা মানসিক বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই মন করছেন সকলে।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিবাহ বার্ষিকী, সানিয়া-শোয়েব একে অপরকে দিলেন কোন উপহার
ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা ও প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের সম্পর্কের টানাপোড়েন নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছে। তাদের বিবাহ বিচ্ছেদ খুব শীঘ্রই বলে জল্পনা।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিবাহ বার্ষিকী, সানিয়া-শোয়েব একে অপরকে দিলেন কোন উপহার
এখনও সরকারিভাবে ডিভোর্স না হলেও তাদের মধ্যে বিভেদ স্পষ্টের একাধিক প্রমাণ মিলেছে। পাকিস্তানের অভিনেত্রী আয়েষা ওমরের সঙ্গে শোয়েবের ঘনিষ্ঠতা নিয়েই সানিয়া-শোয়েবের সংসারে কলহ বলে জানা যায়।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিবাহ বার্ষিকী, সানিয়া-শোয়েব একে অপরকে দিলেন কোন উপহার
বর্তমানে আইনত তাঁরা দম্পতি হলেও সম্পর্কের বাঁধন আর আগের মত নেই। তাদের যোগসূত্রের একমাত্র মাধ্যম হল পুত্র ইজহান। ছেলেকে সঙ্গে নিয়েই একমাত্র তাদের একসঙ্গে দেখা যায়।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিবাহ বার্ষিকী, সানিয়া-শোয়েব একে অপরকে দিলেন কোন উপহার
১২ এপ্রিল শোয়েব-সানিয়ার ১৩ তম বিবাহ বার্ষিকী ছিল। ২০১০ সালে পাক ক্রিকেটারের সঙ্গে ধূমধামের সঙ্গে বিয়ে ভারতীয় টেনিস সুন্দরীর। বর্তনানে তাদের সম্পর্ক যে একেবারেই ভালো জায়গায় নেই তার প্রমাণ মিলল বিবাহ বার্ষিকীতেও।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিবাহ বার্ষিকী, সানিয়া-শোয়েব একে অপরকে দিলেন কোন উপহার
কয়েক বছর আগে পর্যন্ত একসঙ্গে ঘনঘন শোয়েব-সানিয়া একে অপরের ছবি পোস্ট করতেন। বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছাও জানাতেন। থাকত মন ছুঁয়ে যাওয়ার বার্তা।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই বিবাহ বার্ষিকী, সানিয়া-শোয়েব একে অপরকে দিলেন কোন উপহার
কিন্তু ১৪-তম বিবাহ বার্ষিকীতে না একসঙ্গে ছবি না শুভেচ্ছা বার্তা। পারিবারিকভাবেও পালিত হয়েছে কিনা তা জানা যায়নি। ফলে মানসিক দূরত্ব বা মানসিক বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই মন করছেন সকলে।