Rohan Bopanna: অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নজির গড়লেন রোহন বোপান্না, সবচেয়ে ‘বুড়ো’ চ্যাম্পিয়ন ভারতীয় টেনিস তারকারা

Last Updated:
Rohan Bopanna: ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। এটই ডাবলসে প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেতাব ভারতীয় টেনিস তারকার৷ এর আগে তিনি একটি মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন৷
1/4
অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ওপেন যুগে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। Photo Courtesy- Australian Open/ X Account
অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ওপেন যুগে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন রোহন বোপান্না। Photo Courtesy- Australian Open/ X Account
advertisement
2/4
কেরিয়ারের শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না। ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভারতের টেনিস তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
কেরিয়ারের শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন বোপান্না। ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভারতের টেনিস তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
advertisement
3/4
২০১৩ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ট্রফি জিততে পারেননি। এদিন ফাইনালে বোপন্না-এবডেন ৭-৬, ৭-৫ ব্যবধানে ইতালিয়ান জুটি Photo Courtesy- Australian Open/ X Account
২০১৩ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ট্রফি জিততে পারেননি। এদিন ফাইনালে বোপন্না-এবডেন ৭-৬, ৭-৫ ব্যবধানে ইতালিয়ান জুটি Photo Courtesy- Australian Open/ X Account
advertisement
4/4
সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে খেতাব জিতলো। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে বয়স্কতম খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন ৪৩ বছরের তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে হারিয়ে খেতাব জিতলো। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন রোহন বোপান্না। পুরুষদের ডাবলসে বয়স্কতম খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়েছেন ৪৩ বছরের তারকা। Photo Courtesy- Australian Open/ X Account
advertisement
advertisement
advertisement