১০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতে নীরজ চোপড়া ইতিহাস লিখেছেন। তাই তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার দাবি তুলেছিলেন দেশবাসী। এবার তাঁদের সেই দাবি পূরণ হচ্ছে। ছবি- (Twitter/ADGPI- Army)
2/ 5
পুণে তে আর্মি স্পোর্টস ইন্সটিটিউটের অ্যাথলেটিক্স স্টেডিয়াম নীরজ চোপড়ার নামে হবে।
3/ 5
২৩ অগাস্ট স্টেডিয়ামের নামকরণ অনুষ্ঠানে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
খেল রত্ন পুরস্কারের নামকরণ হয়েছে মেজর ধ্যানচাঁদের নামে। তার পর ধ্যানচাঁদের ছেলে দাবি করেছিলেন, দেশের সমস্ত স্টেডিয়াম ও খেলার পুরস্কারের নামকরণ হওয়া উচিত খেলোয়াড়দের নামে।
Neeraj Chopra Stadium In Pune: দেশবাসীর দাবিপূরণ! এবার অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়ার নামে স্টেডিয়াম
১০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি। অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে সোনা জিতে নীরজ চোপড়া ইতিহাস লিখেছেন। তাই তাঁর নাম স্বর্ণাক্ষরে লিখে রাখার দাবি তুলেছিলেন দেশবাসী। এবার তাঁদের সেই দাবি পূরণ হচ্ছে। ছবি- (Twitter/ADGPI- Army)
Neeraj Chopra Stadium In Pune: দেশবাসীর দাবিপূরণ! এবার অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়ার নামে স্টেডিয়াম
খেল রত্ন পুরস্কারের নামকরণ হয়েছে মেজর ধ্যানচাঁদের নামে। তার পর ধ্যানচাঁদের ছেলে দাবি করেছিলেন, দেশের সমস্ত স্টেডিয়াম ও খেলার পুরস্কারের নামকরণ হওয়া উচিত খেলোয়াড়দের নামে।