দাদা ফ্লোরেন্টিন খেলবে এটিকে মোহনবাগানের হয়ে। ভাই পল পোগবা তাই দাদার নতুন ক্লাবকে ট্যাগ করে পোস্ট করলেন। তা নিয়েই যত হইচই কলকাতার ময়দানে।
2/ 6
ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পল পোগবা এটিকে মোহনবাগানকে শুভেচ্ছা জানাচ্ছেন। এটা তো আর চাট্টিখানি কথা নয়! এই নিয়ে তো হইচই হওয়ারই কথা।
3/ 6
শনিবার গভীর রাতে পল পোগবা ইনস্টাগ্রাম স্টোরিতে দাদা ফ্লোরেনটিনকে এবার এটিকে মোহনবাগানে নাম লেখানোর জন্য শুভেচ্ছা জানান পোগবা। সেইসঙ্গে এটিকে মোহনবাগানকেও ট্যাগ করেন তিনি।
4/ 6
পল পোগবা দাদার যে ছবি শেয়ার করেছেন তাতে ফ্লোরেন্টিন প্রাক্তন ক্লাব Sochaux-Montbéliard-র জার্সি পরে ছিলেন।
5/ 6
ফ্লোরেন্টিন মূলত গিনির নাগরিক। তবে পেশাদার ফুটবল খেলতে জীবনের বেশিরভাগ সময়ই ছিলেন ফ্রান্সে। ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন পল পোগবার দাদা। গিনির জার্সিতে ৩১ টি খেলেছেন তিনি।
6/ 6
ফ্রান্সের প্রথম ডিভিশনে খেলেছেন ফ্লোরেন্টিন। লিগ ওয়ান, ইউরোপা লিগে খেলেছেন। তুরস্কের লিগ, মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে আটলান্টা ইউনাউটেডের হয়ে খেলেছেন। একটা সময় আর্সেনাল তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষমেশ আর্সেনালে তাঁর খেলা হয়নি।