Paris Olympics 2024-Mirabai Chanu: ভারোত্তোলনেও পদক এল না ভারতের, চতুর্থ স্থানে শেষ করলেন মীরাবাঈ চানু

Last Updated:
Mirabai Chanu Registers 4th Place Finish in 49kg Weighlifting: প্যারিস অলিম্পিক্সে এবার ভারতের পদক অধরা রইল ভারোত্তোলনে। টোকিও অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগের রুপোজয়ী মীরাবাঈ চানু প্যারিসে শেষ করলেন চতুর্থ স্থানে।
1/5
আরও একটা স্বপ্নভঙ্গ অলিম্পিক্সে। আরও একবার চতুর্থ। টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু চতুর্থ হলেন প্যারিসে। Photo: AFP
আরও একটা স্বপ্নভঙ্গ অলিম্পিক্সে। আরও একবার চতুর্থ। টোকিও অলিম্পিক্সে রূপো জয়ী মীরাবাঈ চানু চতুর্থ হলেন প্যারিসে। Photo: AFP
advertisement
2/5
প্যারিস অলিম্পিক্সে আবার ব্যর্থতা। আরও একবার চতুর্থ ভারতীয় অ্যাথলিট। এই নিয়ে ছ'টি ইভেন্টে ভারতীয়েরা চতুর্থ স্থানে শেষ করলেন। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ হলেন মীরাবাঈ চানু। মোট ১৯৯ কেজি ওজন তুললেন তিনি। Photo: AP
প্যারিস অলিম্পিক্সে আবার ব্যর্থতা। আরও একবার চতুর্থ ভারতীয় অ্যাথলিট। এই নিয়ে ছ'টি ইভেন্টে ভারতীয়েরা চতুর্থ স্থানে শেষ করলেন। মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে চতুর্থ হলেন মীরাবাঈ চানু। মোট ১৯৯ কেজি ওজন তুললেন তিনি। Photo: AP
advertisement
3/5
গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি। ৪৯ কেজিতে জিতেছিলেন রুপো। তবে প্যারিসে ব্রোঞ্জজয়ীর থেকে ১ কেজি ওজন কম তুললেন তিনি। Photo: AP
গত টোকিও অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক দিয়েছিলেন তিনি। ৪৯ কেজিতে জিতেছিলেন রুপো। তবে প্যারিসে ব্রোঞ্জজয়ীর থেকে ১ কেজি ওজন কম তুললেন তিনি। Photo: AP
advertisement
4/5
প্রথমে স্ন্যাচে মীরাবাঈ চানু তোলেন ৮৮ কেজি। চোট সারিয়ে ফেরা চানু এই পর্বে প্রত্যাশিত সাফল্যে পাননি। ফলে কিছুটা পিছিয়ে পড়েন। Photo: AP
প্রথমে স্ন্যাচে মীরাবাঈ চানু তোলেন ৮৮ কেজি। চোট সারিয়ে ফেরা চানু এই পর্বে প্রত্যাশিত সাফল্যে পাননি। ফলে কিছুটা পিছিয়ে পড়েন। Photo: AP
advertisement
5/5
ক্লিন অ্যান্ড জার্কে শক্তিশালী মীরাবাঈ চানু ব্যবধান মুছতে পারলেন না। ১১১ কেজির বেশি তুলতে পারলেন না ভারতীয় ভারোত্তোলক। থাইল্যান্ডের খামবাওয়ে দ্বিতীয় পর্বে ১১২ কেজি তোলার পাশাপাশি মোট ২০০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেলেন। তাঁর থেকে ১ কেজি কম ওজন তোলায় চতুর্থ স্থানে শেষ করলেন চানু। এ বারের গেমসে চানু ছিলেন ভারতের একমাত্র ভারোত্তোলক।
ক্লিন অ্যান্ড জার্কে শক্তিশালী মীরাবাঈ চানু ব্যবধান মুছতে পারলেন না। ১১১ কেজির বেশি তুলতে পারলেন না ভারতীয় ভারোত্তোলক। থাইল্যান্ডের খামবাওয়ে দ্বিতীয় পর্বে ১১২ কেজি তোলার পাশাপাশি মোট ২০০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেলেন। তাঁর থেকে ১ কেজি কম ওজন তোলায় চতুর্থ স্থানে শেষ করলেন চানু। এ বারের গেমসে চানু ছিলেন ভারতের একমাত্র ভারোত্তোলক।
advertisement
advertisement
advertisement