একটা বিশ্বকাপ হেরে দুঃখিত? এই ভারতীয় খেলোয়াড় ২৬টা বিশ্বকাপ জিতলেন, চেনেন?

Last Updated:
Pankaj Advani: ২৬ বার বিশ্বকাপ জিতলেন এই ভারতীয় খেলোয়াড়।
1/7
ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হেরেছে বলে মন খারাপ? জানেন কি, এমন একজন ভারতীয় খেলোয়াড় আছেন, যিনি ২৬বার বিশ্বকাপ জিতেছেন!
ভারতীয় দল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হেরেছে বলে মন খারাপ? জানেন কি, এমন একজন ভারতীয় খেলোয়াড় আছেন, যিনি ২৬বার বিশ্বকাপ জিতেছেন!
advertisement
2/7
ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্য়াম্পিয়ানশিপে  তুন রেকর্ড গড়লেন ভারতের পঙ্কজ আডবানী। এই নিয়ে ২৬বার খেতাব জিতলেন তিনি।
ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্য়াম্পিয়ানশিপে তুন রেকর্ড গড়লেন ভারতের পঙ্কজ আডবানী। এই নিয়ে ২৬বার খেতাব জিতলেন তিনি।
advertisement
3/7
ভারতের আরেক খেলোয়াড় সৌরভ কোঠারিকে ফাইনালে  হারালেন পঙ্কজ আডবানী।
ভারতের আরেক খেলোয়াড় সৌরভ কোঠারিকে ফাইনালে হারালেন পঙ্কজ আডবানী।
advertisement
4/7
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপে পিছিয়ে থেকেও শেষমেশ জেতেন তিনি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইবিএসএফ বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপে পিছিয়ে থেকেও শেষমেশ জেতেন তিনি।
advertisement
5/7
ম্যাচ যত গড়ায় ততই একের পর এক ভুল করতে থাকেন সৌরভ। ফলে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন পঙ্কজ।
ম্যাচ যত গড়ায় ততই একের পর এক ভুল করতে থাকেন সৌরভ। ফলে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন পঙ্কজ।
advertisement
6/7
পঙ্কজ এদিন বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখাটাই আমার কাছে আসল। এই খেতাব আমি আগেও জিতেছি। আবারও জিতলাম। অর্থাৎ আমি ধারাবাহিক ভাল পারফর্ম করেছি। এটাই শান্তি দেয়।
পঙ্কজ এদিন বলেছেন, ধারাবাহিকতা ধরে রাখাটাই আমার কাছে আসল। এই খেতাব আমি আগেও জিতেছি। আবারও জিতলাম। অর্থাৎ আমি ধারাবাহিক ভাল পারফর্ম করেছি। এটাই শান্তি দেয়।
advertisement
7/7
২০০৩ সালে প্রথমবার বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছিলেন পঙ্কজ আডবানী।
২০০৩ সালে প্রথমবার বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছিলেন পঙ্কজ আডবানী।
advertisement
advertisement
advertisement