Pakistan's name in Indian Jersey: ভারত জার্সিতে রাখবে না পাকিস্তানের নাম, হঠাৎ ভোলবদল আইসিসি-র, সমঝে দিল বিসিসিআইকে

Last Updated:
Pakistan's name in Indian Jersey: ভারত অধিনায়ক রোহিত শর্মা অংশগ্রহণকারী দলের সমস্ত অধিনায়কদের নিয়ে কার্টেন রেজার ইভেন্টের জন্য পাকিস্তান সফর করবেন কিনা তা নিয়েও সন্দেহের মেঘ ঘনিয়েছে।
1/6
: টুর্নামেন্টের লোগোর অংশ হিসাবে দলের চ্যাম্পিয়ন্স ট্রফি কিটগুলিতে 'পাকিস্তান'-র নাম প্রিন্ট করতে ভারত অস্বীকার করেছে৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন বিতর্কের মধ্যে, ভারতীয় বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তাদের কি করতে হবে৷
: টুর্নামেন্টের লোগোর অংশ হিসাবে দলের চ্যাম্পিয়ন্স ট্রফি কিটগুলিতে 'পাকিস্তান'-র নাম প্রিন্ট করতে ভারত অস্বীকার করেছে৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন বিতর্কের মধ্যে, ভারতীয় বোর্ডকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তাদের কি করতে হবে৷
advertisement
2/6
মিডিয়া রিপোর্টে অনুসারেবিসিসিআই 'হোস্ট নেশন রেগুলেশন' এর অংশ হিসাবে টিম কিটে 'পাকিস্তান'-র নাম লেখার বিষয়ে আগ্রহী নয়৷ তাদের সাফ বক্তব্য  যে ভারতীয় দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইতে খেলবে। এদিক সর্বোচ্চ ক্রিকেট প্রশাসক সংস্থা হিসেবে আইসিসি ভারতীয় বোর্ডকে বলেছে যে ভারতীয় দল কিটটিতে 'পাকিস্তান' লিখতে বিসিসিআই বাধ্য কারণ পাকিস্তানই টুর্নামেন্টের মূল আয়োজক।
মিডিয়া রিপোর্টে অনুসারেবিসিসিআই 'হোস্ট নেশন রেগুলেশন' এর অংশ হিসাবে টিম কিটে 'পাকিস্তান'-র নাম লেখার বিষয়ে আগ্রহী নয়৷ তাদের সাফ বক্তব্য  যে ভারতীয় দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইতে খেলবে। এদিক সর্বোচ্চ ক্রিকেট প্রশাসক সংস্থা হিসেবে আইসিসি ভারতীয় বোর্ডকে বলেছে যে ভারতীয় দল কিটটিতে 'পাকিস্তান' লিখতে বিসিসিআই বাধ্য কারণ পাকিস্তানই টুর্নামেন্টের মূল আয়োজক।
advertisement
3/6
এ-স্পোর্টসে আইসিসির একজন কর্মকর্তা বলেছেন, "প্রতিটি দলের দায়িত্ব তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সমস্ত দল এই নিয়ম মেনে চলতে বাধ্য৷" আইসিসি আরও বলেছে যে যদি খেলোয়াড়দের কিটে আয়োজক দেশ পাকিস্তানের নামের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো না পাওয়া যায় তবে ভারতীয় দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ-স্পোর্টসে আইসিসির একজন কর্মকর্তা বলেছেন, "প্রতিটি দলের দায়িত্ব তাদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সমস্ত দল এই নিয়ম মেনে চলতে বাধ্য৷" আইসিসি আরও বলেছে যে যদি খেলোয়াড়দের কিটে আয়োজক দেশ পাকিস্তানের নামের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো না পাওয়া যায় তবে ভারতীয় দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
advertisement
4/6
আইসিসির নিয়ম অনুযায়ী, যেখানেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না কেন, দলগুলোর জার্সির গায়ে আয়োজকদের নাম লেখা থাকার কথা। সংবাদ সংস্থা আইএএনএস-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিসিসিআই দলের শার্টে পাকিস্তানের নাম লিখতে আগ্রহী নয় তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডের কাছ থেকে এই জাতীয় কোনও তথ্য জানানোর কথা অস্বীকার করেছে বলে জানা গেছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, যেখানেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না কেন, দলগুলোর জার্সির গায়ে আয়োজকদের নাম লেখা থাকার কথা। সংবাদ সংস্থা আইএএনএস-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে বিসিসিআই দলের শার্টে পাকিস্তানের নাম লিখতে আগ্রহী নয় তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডের কাছ থেকে এই জাতীয় কোনও তথ্য জানানোর কথা অস্বীকার করেছে বলে জানা গেছে।
advertisement
5/6
গত কয়েক মাস বিসিসিআই এবং পিসিবির মধ্যে বেশ উত্তেজনা ছিল, বিশেষ করে ভারতীয় বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে নিজেদের দল পাঠাতে অস্বীকার করার পরে। শেষ পর্যন্ত, বিষয়টি নিয়ে একটি সমঝোতা হয়েছে, যদিও অদূর ভবিষ্যতে ভারত আইসিসির কয়েকটি ইভেন্টের আয়োজন করবে তখন বিসিসিআইকে এর জন্য একটি বিশাল ফিও দিতে হতে পারে।
গত কয়েক মাস বিসিসিআই এবং পিসিবির মধ্যে বেশ উত্তেজনা ছিল, বিশেষ করে ভারতীয় বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে নিজেদের দল পাঠাতে অস্বীকার করার পরে। শেষ পর্যন্ত, বিষয়টি নিয়ে একটি সমঝোতা হয়েছে, যদিও অদূর ভবিষ্যতে ভারত আইসিসির কয়েকটি ইভেন্টের আয়োজন করবে তখন বিসিসিআইকে এর জন্য একটি বিশাল ফিও দিতে হতে পারে।
advertisement
6/6
ভারত অধিনায়ক রোহিত শর্মা অংশগ্রহণকারী দলের সমস্ত অধিনায়কদের নিয়ে কার্টেন রেজার ইভেন্টের জন্য পাকিস্তান সফর করবেন কিনা তা নিয়েও সন্দেহের মেঘ ঘনিয়েছে। বিসিসিআই তাঁকে সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানের মাটিতে ওই অনুষ্ঠানে যোগদানের অনুমতি দেবে কিনা তা এখনও জানা যায়নি।
ভারত অধিনায়ক রোহিত শর্মা অংশগ্রহণকারী দলের সমস্ত অধিনায়কদের নিয়ে কার্টেন রেজার ইভেন্টের জন্য পাকিস্তান সফর করবেন কিনা তা নিয়েও সন্দেহের মেঘ ঘনিয়েছে। বিসিসিআই তাঁকে সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানের মাটিতে ওই অনুষ্ঠানে যোগদানের অনুমতি দেবে কিনা তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
advertisement