

প্রথম দুই সেট হেরে পিছিয়ে পড়লেও ইউএস ওপেনের ফাইনালে দুরন্ত জয় ডমিনিক থিমের ৷ Photo Source: Twitter


ফাইনালে আলেকজান্ডার জেরেভকে হারালেন ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৬) সেটে ৷ প্রথমবার কোনও গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেলেন অস্ট্রিয়ার টেনিস তারকা ৷


এর আগে তিনবার কোনও গ্র্যান্ডস্ল্যাম জেতার সুযোগ এসেছিল ২৭ বছরের থিমের কাছে ৷ কিন্তু তিন-তিনবার ফাইনালে উঠেও ব্যর্থ হয়েছিলেন ৷ ১৯৪৯ সালে পাঞ্চো গঞ্জালেসের পর তিনিই প্রথম খেলোয়াড়, যিনি ফাইনালে দু’সেট পিছিয়ে পড়েও ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন ৷


সেমিফাইনালে থিম ৬-২, ৭-৬ (৭), ৭-৬ (৫) হারিয়েছিলেন দানিল মেদভেদেভকে। চোটের যন্ত্রণা সহ্য করে জিততে হয়েছে থিমকে। জেতার পর তিনি বলেছিলেন, ‘‘সম্ভবত আমার জীবনের কঠিনতম স্ট্রেট সেট জয়,’’রবিবার ফাইনালে হল আরও একটা কঠিন পরীক্ষা ৷ আর তাতে লড়াই করেই জয় থিমের ৷


বিশ্বের পঞ্চম টেনিস তারকা হিসেবে প্রথম দু’সেট পিছিয়ে পড়েও কোনও গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন থিম ৷ এর আগে এই কৃতিত্ব ছিল যাঁদের, দেখে নিন তালিকা1974 French Open Borg defeat Orantes1984 French Open, Lendl defeat McEnroe1999 French Open, Agassi defeat Medvedev2004 French Open, Gaudio defeat Coria


রবিবারের আগে পর্যন্ত জ়েরেভের সঙ্গে থিমের মোট ন’বার সাক্ষাৎ হয়েছিল। থিম জিতেছেন সাত বার। তিন বার গ্র্যান্ড স্ল্যামে মুখোমুখি হয়েছেন তাঁরা। তিন বারই জিতেছেন থিম। এবারও তার অন্যথা হল না ৷ অস্ট্রিয়ার দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন ডমিনিক থিম ৷ Photo Source: Twitter