Tokyo Olympics Opening Ceremony: আকাশে অলিম্পিক রিং আঁকল ফাইটার জেট, স্টেডিয়ামে আতশবাজির আলো

Last Updated:
করোনায় প্রাণ হারানো মানুষদের স্মরণ করে শুরু হল অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থ- এর উদ্বোধনী অনুষ্ঠান হল জমকালো।
1/7
আকাশে অলিম্পিকের রিং আঁকল ফাইটার জেট। আর নিচে টোকিওর ন্যাশনাল স্টেডিয়াম আতশবাজির আলোয় ভরল। শুরু হল গ্রেটেস্ট শো অন আর্থ।
আকাশে অলিম্পিকের রিং আঁকল ফাইটার জেট। আর নিচে টোকিওর ন্যাশনাল স্টেডিয়াম আতশবাজির আলোয় ভরল। শুরু হল গ্রেটেস্ট শো অন আর্থ।
advertisement
2/7
স্টেডিয়াম প্রায় ফাঁকা। সামাজিক দূরত্বের কড়া বিধি মানতে হল সবাইকে। তারই মধ্যে নাচ-গান, করোনায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হল। তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে কিছু মানুষ প্রতিবাদও জানালেন। করোনা পরিস্থিতি অলিম্পিক আয়োজনের বিরোধিতা করলেন তাঁরা।
স্টেডিয়াম প্রায় ফাঁকা। সামাজিক দূরত্বের কড়া বিধি মানতে হল সবাইকে। তারই মধ্যে নাচ-গান, করোনায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হল। তবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে কিছু মানুষ প্রতিবাদও জানালেন। করোনা পরিস্থিতি অলিম্পিক আয়োজনের বিরোধিতা করলেন তাঁরা।
advertisement
3/7
২০১০ কমনওয়েলথ গেমসের আগে দিল্লির রাস্তা থেকে উত্খাত করা হয়েছিল হতদরিদ্র মানুষদের। অলিম্পিকের আগে টোকিওতেও সেটাই হল। আশ্রয়হীন মানুষদের শেষ আশ্রয়টুকুও গেল। শহরের রাস্তা থেকে ভবঘুরেদের সরিয়ে দিল প্রশাসন।
২০১০ কমনওয়েলথ গেমসের আগে দিল্লির রাস্তা থেকে উত্খাত করা হয়েছিল হতদরিদ্র মানুষদের। অলিম্পিকের আগে টোকিওতেও সেটাই হল। আশ্রয়হীন মানুষদের শেষ আশ্রয়টুকুও গেল। শহরের রাস্তা থেকে ভবঘুরেদের সরিয়ে দিল প্রশাসন।
advertisement
4/7
শেষবার ১৯৬৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল জাপান। এত বছর পর আবার করোনা মহামারীর মাঝে ফের জাপান ফের অলিম্পিকের আয়োজক দেশ। অতীতের অলিম্পিকের বিভিন্ন ভিডিও ক্লিপিংস দেখিয়ে এদিন গেমস-এর শুরু হল।
শেষবার ১৯৬৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল জাপান। এত বছর পর আবার করোনা মহামারীর মাঝে ফের জাপান ফের অলিম্পিকের আয়োজক দেশ। অতীতের অলিম্পিকের বিভিন্ন ভিডিও ক্লিপিংস দেখিয়ে এদিন গেমস-এর শুরু হল।
advertisement
5/7
এদিন ছুতোরের সাজে জাপানি নর্তকীরা মঞ্চ মাতালেন। জাপানিজ পরম্পরা ও সংস্কৃতির মেলবন্ধন হল অলিম্পিকের উদ্বোধনী মঞ্চে।
এদিন ছুতোরের সাজে জাপানি নর্তকীরা মঞ্চ মাতালেন। জাপানিজ পরম্পরা ও সংস্কৃতির মেলবন্ধন হল অলিম্পিকের উদ্বোধনী মঞ্চে।
advertisement
6/7
সবার প্রথমে ন্যাশনাল স্টেডিয়ামে পতাকা নিয়ে এলেন গ্রিসের অ্যাথলিটরা। তার পর এল আইসল্যান্ড ও আয়ারল্যান্ড। ভারতীয় অ্যাথলিটরা তেরঙ্গা নিয়ে এলেন ২১ নম্বর দেশ হিসাবে।
সবার প্রথমে ন্যাশনাল স্টেডিয়ামে পতাকা নিয়ে এলেন গ্রিসের অ্যাথলিটরা। তার পর এল আইসল্যান্ড ও আয়ারল্যান্ড। ভারতীয় অ্যাথলিটরা তেরঙ্গা নিয়ে এলেন ২১ নম্বর দেশ হিসাবে।
advertisement
7/7
আয়োজকরা ভেবেছিলেন অন্তত ৫৭০০ অ্যাথলিট উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। তবে অনেকেরই আগামীকাল ইভেন্ট রয়েছে। ফলে তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না। ভারতের মেরি কম ও মনপ্রিত সিং তেরঙ্গার বাহক হিসাবে স্টেডিয়ামে এলেন।
আয়োজকরা ভেবেছিলেন অন্তত ৫৭০০ অ্যাথলিট উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। তবে অনেকেরই আগামীকাল ইভেন্ট রয়েছে। ফলে তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে এলেন না। ভারতের মেরি কম ও মনপ্রিত সিং তেরঙ্গার বাহক হিসাবে স্টেডিয়ামে এলেন।
advertisement
advertisement
advertisement