Neeraj Chopra Wins Gold In Tokyo Olympics: কৃষক পরিবারের ছেলের স্বপ্নের উড়ান, নীরজের জ্যাভেলিন থ্রো-তে আসার কথাই ছিল না

Last Updated:
কৃষক পরিবারের ছেলে নীরজ চোপড়ার জ্যাভেলিন থ্রো-তে আসারই কথা ছিল না।
1/5
হরিয়ানার পানিপথ জেলার এক গ্রামের ছেলে তিনি। কৃষক পরিবারে তাঁর জন্ম। সেই ছেলে গোটা দেশকে গর্বিত করেছেন। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া।
হরিয়ানার পানিপথ জেলার এক গ্রামের ছেলে তিনি। কৃষক পরিবারে তাঁর জন্ম। সেই ছেলে গোটা দেশকে গর্বিত করেছেন। টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন নীরজ চোপড়া।
advertisement
2/5
জ্যাভেলিন থ্রো-তে আসার কথাই ছিল না নীরজের। ছোটবেলায় বেশ মোটাসোটা ছিলেন নীরজ। ১১ বছর বয়সে তাঁর পরিবারের লোকজন নীরজকে খেলাধূলায় ভর্তি করে দেয়। পানিপথের শিবাজী স্টেডিয়ামে খেলতে যেতেন নীরজ।
জ্যাভেলিন থ্রো-তে আসার কথাই ছিল না নীরজের। ছোটবেলায় বেশ মোটাসোটা ছিলেন নীরজ। ১১ বছর বয়সে তাঁর পরিবারের লোকজন নীরজকে খেলাধূলায় ভর্তি করে দেয়। পানিপথের শিবাজী স্টেডিয়ামে খেলতে যেতেন নীরজ।
advertisement
3/5
সেই সময় কয়েকজনকে শিবাজী স্টেডিয়ামে জ্যাভেলিন থ্রো করতে দেখেন নীরজ। খেলাটা তাঁর ভাল লেগে যায়। এর পর থেকেই জ্যাভেলিন থ্রো প্র্যাকটিস করা শুরু করেন তিনি। একটা সময় বাবা, কাকাদের সঙ্গে ক্ষেতে গিয়ে কাজও করেছেন নীরজ।
সেই সময় কয়েকজনকে শিবাজী স্টেডিয়ামে জ্যাভেলিন থ্রো করতে দেখেন নীরজ। খেলাটা তাঁর ভাল লেগে যায়। এর পর থেকেই জ্যাভেলিন থ্রো প্র্যাকটিস করা শুরু করেন তিনি। একটা সময় বাবা, কাকাদের সঙ্গে ক্ষেতে গিয়ে কাজও করেছেন নীরজ।
advertisement
4/5
২০১৬ সালে IAAF ওয়ার্ল্ড U-20 চ্যাম্পিয়নশিপে 86.48 মিটার থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। এর পরই ভারতীয় সেনায় জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নিযুক্ত হন তিনি।
২০১৬ সালে IAAF ওয়ার্ল্ড U-20 চ্যাম্পিয়নশিপে 86.48 মিটার থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। এর পরই ভারতীয় সেনায় জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নিযুক্ত হন তিনি।
advertisement
5/5
জাতীয় স্তরে একের পর এক জুনিয়র ও ইউথ চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফর্ম করেছেন নীরজ। ২০১৮ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন হরিয়ানার এই অ্য়াথলিট।
জাতীয় স্তরে একের পর এক জুনিয়র ও ইউথ চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফর্ম করেছেন নীরজ। ২০১৮ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন হরিয়ানার এই অ্য়াথলিট।
advertisement
advertisement
advertisement