পারফরম্যান্সের আগেই ‘এই’ ভাবে যৌনতা, সিক্রেট আউট অলিম্পিক্সের ৩বারের সোনা জয়ীর

Last Updated:
পারফরম্যান্সের আগে যৌনতায় তালা , নাকি শরীরি মিলন, কোনটা ঠিক, কোনটা ভুল তিনবারের সোনাজয়ী রাখঢাক না রেখে বলে দিলেন সব...
1/6
তিনটি অলিম্পিক্সে তিনটি সোনা-রাশিয়ান সুন্দরী এলা শিশকিনা নিজের পারফরম্যান্স ধরে রাখার সিক্রেট কোনওরকম রাখঢাক না করেই একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন৷ টোকিও ২০২০ অলিম্পিক্সে (Tokyo Games 2020 ) তাঁর সোনা জয়ের পর এক সাক্ষাৎকারে জানিয়েছেন পারফরম্যান্সের ঠিক আগে যৌন মিলন অসম্ভব শক্তি উৎপাদন করে সারা শরীরে৷ তিনি এই দাবির বিজ্ঞানভিত্তিক কারণও একেবারে খুঁটিয়ে বলেছেন৷ তাঁর মতে সেক্স ও পারফরম্যান্স অঙ্গাঅঙ্গীভাবে যুক্ত৷   Photo Courtesy- Instagram/Alla Shishkina
তিনটি অলিম্পিক্সে তিনটি সোনা-রাশিয়ান সুন্দরী এলা শিশকিনা নিজের পারফরম্যান্স ধরে রাখার সিক্রেট কোনওরকম রাখঢাক না করেই একেবারে হাটে হাঁড়ি ভাঙলেন৷ টোকিও ২০২০ অলিম্পিক্সে (Tokyo Games 2020 ) তাঁর সোনা জয়ের পর এক সাক্ষাৎকারে জানিয়েছেন পারফরম্যান্সের ঠিক আগে যৌন মিলন অসম্ভব শক্তি উৎপাদন করে সারা শরীরে৷ তিনি এই দাবির বিজ্ঞানভিত্তিক কারণও একেবারে খুঁটিয়ে বলেছেন৷ তাঁর মতে সেক্স ও পারফরম্যান্স অঙ্গাঅঙ্গীভাবে যুক্ত৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
2/6
তিনি সরাসরি জানিয়েছেন যৌনতা থেকে বিরত থাকলে টেস্টোস্টেরন (testosterone) বৃদ্ধি পায় যা খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব (aggression) আনতে সাহায্য করে৷ কিন্তু যাঁরা মাসল স্ট্রেংথ চায় তারা যদি অর্গাজম (orgasm) ছাড়া যৌনতা (Sex) করা হয় তাহলে তা খুবই ফলপ্রসূ হয় পারফরম্যান্সের ক্ষেত্রে৷ যদি কেউ অবশ্য আগ্রাসনের ভিত্তিতেই সেরা পারফরম্যান্স দিতে চান তাঁদের জন্য সেক্স নৈব নৈব চ৷  Photo Courtesy- Instagram/Alla Shishkina
তিনি সরাসরি জানিয়েছেন যৌনতা থেকে বিরত থাকলে টেস্টোস্টেরন (testosterone) বৃদ্ধি পায় যা খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব (aggression) আনতে সাহায্য করে৷ কিন্তু যাঁরা মাসল স্ট্রেংথ চায় তারা যদি অর্গাজম (orgasm) ছাড়া যৌনতা (Sex) করা হয় তাহলে তা খুবই ফলপ্রসূ হয় পারফরম্যান্সের ক্ষেত্রে৷ যদি কেউ অবশ্য আগ্রাসনের ভিত্তিতেই সেরা পারফরম্যান্স দিতে চান তাঁদের জন্য সেক্স নৈব নৈব চ৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
3/6
তিনি সিনক্রোনাইজড সুইমিং (synchronised swimming) থেকে লন্ডন (2012 London Olympics), রিও (2016 Rio Olympics) এবং টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন৷ পুলের উপযোগী শরীর নিয়েও প্রচলিত মিথ ভেঙে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন সুন্দরী৷Photo Courtesy- Instagram/Alla Shishkina
তিনি সিনক্রোনাইজড সুইমিং (synchronised swimming) থেকে লন্ডন (2012 London Olympics), রিও (2016 Rio Olympics) এবং টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছেন৷ পুলের উপযোগী শরীর নিয়েও প্রচলিত মিথ ভেঙে সোজাসাপ্টা উত্তর দিয়েছেন সুন্দরী৷Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
4/6
তিনি বলেছেন প্রচলিত ধারণা বক্ষদেশ মেয়েদের ভেসে থাকতে সুবিধা দেয়৷ তাঁর মতে এটা একেবারেই একটি ভ্রান্ত ধারণা৷ বড় বক্ষদেশের কারণে ট্রেনিং করা খুব কঠিন হয়ে যায়৷  Photo Courtesy- Instagram/Alla Shishkina
তিনি বলেছেন প্রচলিত ধারণা বক্ষদেশ মেয়েদের ভেসে থাকতে সুবিধা দেয়৷ তাঁর মতে এটা একেবারেই একটি ভ্রান্ত ধারণা৷ বড় বক্ষদেশের কারণে ট্রেনিং করা খুব কঠিন হয়ে যায়৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
5/6
তবে মহিলা সাঁতারুদের অস্ত্রোপচারের বিরুদ্ধে মত দিয়েছেন এনা৷ তিনি বলেছেন অস্ত্রোপচার জটিল এবং ব্যয়বহুল তা স্তনের সাইজ এভাবে পরিবর্তন করা জরুরি নয়৷ পাশাপাশি ম্যামারি গ্ল্যান্ডের অপারেশন যেরকম দেখতে লাগে সবসময় সেইরকম সুবিধা দেয় না বলেই তাঁর মত৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
তবে মহিলা সাঁতারুদের অস্ত্রোপচারের বিরুদ্ধে মত দিয়েছেন এনা৷ তিনি বলেছেন অস্ত্রোপচার জটিল এবং ব্যয়বহুল তা স্তনের সাইজ এভাবে পরিবর্তন করা জরুরি নয়৷ পাশাপাশি ম্যামারি গ্ল্যান্ডের অপারেশন যেরকম দেখতে লাগে সবসময় সেইরকম সুবিধা দেয় না বলেই তাঁর মত৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
6/6
তাঁর মতে চিকিৎসক ও বিজ্ঞানীরাও পারফরম্যান্সের সঙ্গে যৌনতার এইরকম পজিটিভ সম্পর্ক একাধিকক্ষেত্রে তুলে ধরেন৷  Photo Courtesy- Instagram/Alla Shishkina
তাঁর মতে চিকিৎসক ও বিজ্ঞানীরাও পারফরম্যান্সের সঙ্গে যৌনতার এইরকম পজিটিভ সম্পর্ক একাধিকক্ষেত্রে তুলে ধরেন৷ Photo Courtesy- Instagram/Alla Shishkina
advertisement
advertisement
advertisement