'আমি ভারতকেই সাপোর্ট করব,' পাক-ক্রিকেটার শোয়েবের সঙ্গে প্রথম ডেটের কথা শেয়ার করলেন সানিয়া

Last Updated:
শোয়েব ও সানিয়া আজ সুখী দম্পতি৷ শোয়েব ভারতের জামাই৷ ২০১৮ সালে তাঁদের এক পুত্র সন্তান হয়েছে৷ তার নাম ইজহান৷
1/5
পাক ক্রিকেট তারকা সোয়েব মালিকের সঙ্গে যখন তাঁর বিয়ে হয়েছিল, তখন বিতর্কও তৈরি হয়েছিল বিস্তর৷ ভারতের টেনিস তারকার সঙ্গে শত্রুরাষ্ট্রের ক্রিকেট তারকার বিয়ে ঘিরে অনেরকেই নানা কটাক্ষ করেছিলেন৷ কিন্তু ভালোবাসা তো আর সীমান্ত মানে না৷ তাই শোয়েব ও সানিয়া আজ সুখী দম্পতি৷ শোয়েব ভারতের জামাই৷ ২০১৮ সালে তাঁদের এক পুত্র সন্তান হয়েছে৷ তার নাম ইজহান৷
পাক ক্রিকেট তারকা সোয়েব মালিকের সঙ্গে যখন তাঁর বিয়ে হয়েছিল, তখন বিতর্কও তৈরি হয়েছিল বিস্তর৷ ভারতের টেনিস তারকার সঙ্গে শত্রুরাষ্ট্রের ক্রিকেট তারকার বিয়ে ঘিরে অনেরকেই নানা কটাক্ষ করেছিলেন৷ কিন্তু ভালোবাসা তো আর সীমান্ত মানে না৷ তাই শোয়েব ও সানিয়া আজ সুখী দম্পতি৷ শোয়েব ভারতের জামাই৷ ২০১৮ সালে তাঁদের এক পুত্র সন্তান হয়েছে৷ তার নাম ইজহান৷
advertisement
2/5
ভারত-পাকিস্তান ম্যাচ হলে সানিয়া কি পাকিস্তানকে সমর্থন করেন৷? যতই হোক, শ্বশুরবাড়িতে বলে কথা! সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে সানিয়া স্পষ্ট জানালেন, তিনি একেবারেই তা করেন না৷  সানিয়ার কথায়, 'আমি বিয়ের আগেই শোয়েবকে বলে দিয়েছিলাম, আমি কিন্তু ভারতকেই সমর্থন করব৷ তাতে যা হওয়ার হবে৷' শোয়েব খুশিতে তা মেনে নেন৷
ভারত-পাকিস্তান ম্যাচ হলে সানিয়া কি পাকিস্তানকে সমর্থন করেন৷? যতই হোক, শ্বশুরবাড়িতে বলে কথা! সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে সানিয়া স্পষ্ট জানালেন, তিনি একেবারেই তা করেন না৷ সানিয়ার কথায়, 'আমি বিয়ের আগেই শোয়েবকে বলে দিয়েছিলাম, আমি কিন্তু ভারতকেই সমর্থন করব৷ তাতে যা হওয়ার হবে৷' শোয়েব খুশিতে তা মেনে নেন৷
advertisement
3/5
২০১০ সালে বিয়ে হয় শোয়েব ও সানিয়ার৷ সানিয়ার কথায়, 'আমাদের সম্পর্কটা খুব মজার৷ আমরা দুজনেই খুব হালকা থাকি৷ শোয়েব আমার চেয়ে বেশি আড্ডাপ্রিয়৷ গল্প করতে ভালোবাসে৷ অনেকেই শুনে আশ্চর্য হবেন৷'
২০১০ সালে বিয়ে হয় শোয়েব ও সানিয়ার৷ সানিয়ার কথায়, 'আমাদের সম্পর্কটা খুব মজার৷ আমরা দুজনেই খুব হালকা থাকি৷ শোয়েব আমার চেয়ে বেশি আড্ডাপ্রিয়৷ গল্প করতে ভালোবাসে৷ অনেকেই শুনে আশ্চর্য হবেন৷'
advertisement
4/5
'শোয়েব ভারতের বিরুদ্ধে খেলতে ভালোবাসে৷ তাই যখন আমরা ডেটে যেতাম, ভারত-পাকিস্তানের ম্যাচের কথা উঠলেই, আমি সটান বলে দিতাম, আমি ভারতের সাপোর্টার৷ আমি ভারতকেই সাপোর্ট করব৷ তখন ও বলত, ভারতের বিরুদ্ধে আমার রেকর্ড সবচেয়ে ভাল৷ দীর্ঘ দিন দেশের জন্য খেলেছে৷ আমি শোয়েবের জন্য গর্বিত৷'
'শোয়েব ভারতের বিরুদ্ধে খেলতে ভালোবাসে৷ তাই যখন আমরা ডেটে যেতাম, ভারত-পাকিস্তানের ম্যাচের কথা উঠলেই, আমি সটান বলে দিতাম, আমি ভারতের সাপোর্টার৷ আমি ভারতকেই সাপোর্ট করব৷ তখন ও বলত, ভারতের বিরুদ্ধে আমার রেকর্ড সবচেয়ে ভাল৷ দীর্ঘ দিন দেশের জন্য খেলেছে৷ আমি শোয়েবের জন্য গর্বিত৷'
advertisement
5/5
প্রসঙ্গত, দীর্ঘ দিন পরে ২০২০ সালের শুরু দিকেই কোর্টে ফিরেছিলেন সানিয়া৷ তারপর দু মাস বাদেই করোনা ভাইরাসের অতিমারি শুরু হয়৷
প্রসঙ্গত, দীর্ঘ দিন পরে ২০২০ সালের শুরু দিকেই কোর্টে ফিরেছিলেন সানিয়া৷ তারপর দু মাস বাদেই করোনা ভাইরাসের অতিমারি শুরু হয়৷
advertisement
advertisement
advertisement