Sushil Kumar Arrested: পালিয়ে শেষ রক্ষা হল না, ধরা পড়লেন সুশীল কুমার

Last Updated:
কখনও উত্তরাখণ্ড, কখনও আবার হরিদ্বারে সুশীলের টাওয়ার লোকেশন পায় পুলিশ।
1/5
পালিয়ে আর শেষ রক্ষা বল না। শেষ পর্যন্ত পাঞ্জাব থেকে কুস্তিগীর সুশীল কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিস।
পালিয়ে আর শেষ রক্ষা বল না। শেষ পর্যন্ত পাঞ্জাব থেকে কুস্তিগীর সুশীল কুমারকে গ্রেফতার করল দিল্লি পুলিস।
advertisement
2/5
৩৭ বছর বয়সী সুশীল কুমার ও তাঁর ডান হাত অজয় কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনছে পুলিসের বিশাল বাহিনী।
৩৭ বছর বয়সী সুশীল কুমার ও তাঁর ডান হাত অজয় কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে আনছে পুলিসের বিশাল বাহিনী।
advertisement
3/5
নয়াদিল্লির ছত্রশাল স্টেডিয়ামে বচসায় জড়িয়েছিলেন সুশীল। সেদিন ঝামেলা গড়ার মারামারিতে। প্রবল আঘাত পান সাগর ধনখড় নামের এক কুস্তিগীর। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নয়াদিল্লির ছত্রশাল স্টেডিয়ামে বচসায় জড়িয়েছিলেন সুশীল। সেদিন ঝামেলা গড়ার মারামারিতে। প্রবল আঘাত পান সাগর ধনখড় নামের এক কুস্তিগীর। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
advertisement
4/5
ওই ঘটনায় সুশীলের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পালিয়ে বেড়াচ্ছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর। কখনও উত্তরাখণ্ড, কখনও আবার হরিদ্বারে সুশীলের টাওয়ার লোকেশন পায় পুলিশ।
ওই ঘটনায় সুশীলের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পালিয়ে বেড়াচ্ছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর। কখনও উত্তরাখণ্ড, কখনও আবার হরিদ্বারে সুশীলের টাওয়ার লোকেশন পায় পুলিশ।
advertisement
5/5
সুশীলের খোঁজ যে দিতে পারবেন তাঁকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। ইতিমধ্যে সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
সুশীলের খোঁজ যে দিতে পারবেন তাঁকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এমনই ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। ইতিমধ্যে সুশীলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।
advertisement
advertisement
advertisement