২৬ বছর বয়সি সঞ্জনা জর্জ কেরলের কোট্টয়মের মেয়ে ৷ মিক্সড মার্শাল আর্টে বাজিমাত করেছেন তিনি ৷ সঞ্জনা হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা যাঁকে ওয়র্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট নিয়োগ করেছে ৷ কুস্তিতে অভিজ্ঞতা না থাকলেও সঞ্জনার প্যাশন হল শরীরচর্চা ৷ মিক্সড মার্শাল আর্টেও তিনি পরিচিত নাম ৷ ১৭ বছর বয়স থেকেই মিক্সড মার্শাল আর্ট বা এম এম এ-র দুনিয়ায় পা রেখেছেন তিনি ৷ আমেরিকার অরল্যান্ডোতে ওয়র্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট-এর পারফরম্যান্স সেন্টারে এই মুহূর্তে অনুশীলন করছেন তিনি ৷ এই মুহূর্তে সঞ্জনাই ভারত থেকে একমাত্র নারী যিনি ওয়র্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টের সঙ্গে নথিভুক্ত ৷ মিক্সড মার্শাল আর্টে রেকর্ডও আছে সঞ্জনার ৷ বিনোদনমূলক ক্রীড়ার আন্তর্জাতিক মঞ্চে সঞ্জনা এখন পরিচিত নাম ৷