

কমনওয়েলথ গেমসেই নজর কেড়েছিলেন ৷ দু-দু’টো সোনার পাশাপাশি মোট চারটে পদক এসেছিল তাঁর ঝুলিতে ৷ মাত্র ২২ বছর বয়সেই তিনি দেশের নতুন সেনসেশন ৷ টেবল টেনিসে দেশকে স্বপ্ন দেখাচ্ছেন মনিকা বাত্রা ৷ জাকার্তায় চলতি এশিয়ান গেমসেও দারুণ ছন্দে রয়েছেন তিনি ৷ বুধবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে শরদ কমলের সঙ্গে জুটি বেঁধে উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বীদের হেলায় হারালেন ৷ খেলার ফল ভারতের পক্ষে ৪-১১, ১২-১০, ৬-১১, ১১-৬, ১১-৮ ৷ এদিন ম্যাচ জেতায় ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন মনিকা-শরদ জুটি ৷ এশিয়াডের ইতিহাসে টেবল টেনিসে এটাই ভারতের দ্বিতীয় পদক জয় ৷ Photo Courtesy: Manika Batra/Instagram Handle


২২ বছরের মনিকা খেলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ ৷ দিল্লির নারায়ণা বিহারের এই টেবল টেনিস তারকার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলোয়ার সংখ্যাও প্রচুর ৷ খেলার ছবির পাশাপাশি সেলফি-গ্রুফি সবই সুপারহিট ৷


কমনওয়েলথ গেমসে মনিকাই হলেন প্রথম ভারতীয় মহিলা টেবল টেনিস তারকা যিনি দেশকে মহিলাদের সিঙ্গলসে প্রথমবার সোনা এনে দিয়েছিলেন ৷ Photo Courtesy: Manika Batra/Instagram Handle