Asian Games 2018: বজরং পুনিয়ার সোনা, ব্রোঞ্জ অপূর্বী-রবির, এশিয়াডে ভালো শুরু ভারতের

Last Updated:
1/10
 এশিয়ান গেমসের প্রথম দিনেই ভারতের সোনা প্রাপ্তি ।  ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জাপানি প্রতিপক্ষ দাইচি তাকাতানিকে ১১-৮ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিয়েছেন হরিয়ানার বজরং পুনিয়া । (Image: AP)
এশিয়ান গেমসের প্রথম দিনেই ভারতের সোনা প্রাপ্তি । ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জাপানি প্রতিপক্ষ দাইচি তাকাতানিকে ১১-৮ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিয়েছেন হরিয়ানার বজরং পুনিয়া । (Image: AP)
advertisement
2/10
ফাইনালের আগে সবকটি রাউন্ডেই টেকনিক্যাল পয়েন্টে জিতেছিলেন ভারতীয় রেসলার। কিন্তু ফাইনালের লড়াইটা কঠিন ছিল। (Image: AP)
ফাইনালের আগে সবকটি রাউন্ডেই টেকনিক্যাল পয়েন্টে জিতেছিলেন ভারতীয় রেসলার। কিন্তু ফাইনালের লড়াইটা কঠিন ছিল। (Image: AP)
advertisement
3/10
কিন্তু শেষ পর্যন্ত স্নায়ূর চাপ সামলে বাজিমাত করলেন বজরংই। ফাইনাল ম্যাচটি তিনি জিতলেন ১১-৮ পয়েন্টের ব্যবধানে। (Image: AP)
কিন্তু শেষ পর্যন্ত স্নায়ূর চাপ সামলে বাজিমাত করলেন বজরংই। ফাইনাল ম্যাচটি তিনি জিতলেন ১১-৮ পয়েন্টের ব্যবধানে। (Image: AP)
advertisement
4/10
ফাইনালে তিনি জাপানের দাইচি তাকাতানির মুখোমুখি হয়েছিলেন। তবে খেলা শেষ হতে যখন মাত্র ৪০ সেকেন্ট বাকি, তখন ১০-৮-এর লিড নিয়ে এগিয়ে যান পুনিয়া। তখনই তাঁর সোনার পদক নিশ্চিত হয়ে যায়।  (Image: AP)
ফাইনালে তিনি জাপানের দাইচি তাকাতানির মুখোমুখি হয়েছিলেন। তবে খেলা শেষ হতে যখন মাত্র ৪০ সেকেন্ট বাকি, তখন ১০-৮-এর লিড নিয়ে এগিয়ে যান পুনিয়া। তখনই তাঁর সোনার পদক নিশ্চিত হয়ে যায়। (Image: AP)
advertisement
5/10
পদক জয়ের পর একটি টুইট করেন তিনি। যেখানে লেখেন,
পদক জয়ের পর একটি টুইট করেন তিনি। যেখানে লেখেন,
advertisement
6/10
তাঁর এই পদক জয়ের ফলে সারা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজও টুইট করে শুভেচ্ছা জানান বজরং পুনিয়াকে। রিয়ানা সরকারের তরফে বজরং পুনিয়াকে ৩ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। (Image: AP)
তাঁর এই পদক জয়ের ফলে সারা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজও টুইট করে শুভেচ্ছা জানান বজরং পুনিয়াকে। রিয়ানা সরকারের তরফে বজরং পুনিয়াকে ৩ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। (Image: AP)
advertisement
7/10
রবিবার গেমসের প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অপূর্বী চান্ডেলা এবং রবি কুমার। (Image: AP)
রবিবার গেমসের প্রথম দিনে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অপূর্বী চান্ডেলা এবং রবি কুমার। (Image: AP)
advertisement
8/10
১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ৮৩৫.৩ পয়েন্টে শেষ করে অপূর্বী-রবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। (Image: AP)
১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ৮৩৫.৩ পয়েন্টে শেষ করে অপূর্বী-রবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। (Image: AP)
advertisement
9/10
৩০ শটের প্রথম স্টেজের পরও ৩০৮.৫ পয়েন্টে দু'জনে রুপো জেতার মতো অবস্থায় ছিলেন। কিন্তু, এরপর ভারতীয় জুটি নেমে যায় তৃতীয় স্থানে। চাইনিজ তাইপে ৪৯৪.১ পয়েন্ট পেয়ে সোনা জিতে নেয়। (Image: AP)
৩০ শটের প্রথম স্টেজের পরও ৩০৮.৫ পয়েন্টে দু'জনে রুপো জেতার মতো অবস্থায় ছিলেন। কিন্তু, এরপর ভারতীয় জুটি নেমে যায় তৃতীয় স্থানে। চাইনিজ তাইপে ৪৯৪.১ পয়েন্ট পেয়ে সোনা জিতে নেয়। (Image: AP)
advertisement
10/10
পদকজয়ী ভারতীয় দুই শুটারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Image: AP)
পদকজয়ী ভারতীয় দুই শুটারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Image: AP)
advertisement
advertisement
advertisement