Aditi Ashok In Tokyo Olympics: একটা শটের জন্য পদক হাতছাড়া, অদিতি অশোক তবু 'ধন্যি মেয়ে'

Last Updated:
অদিতি অশোক পদক হাতছাড়া করলেও দেশবাসীর হৃদয় জিতে নিলেন।
1/5
গলফে বিশ্ব ক্রমতালিকায় তিনি ২০০ নম্বরে। তবুও তাবড় গলফারদের বিরুদ্ধে টক্কর দিলেন তিনি। এদেশে গলফ বহু মানুষের কাছে অপিরিচিত এক খেলা। তবুও অদিতি অশোক ব্যাপক সাড়া ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য পদক হাতছাড়া হল তাঁর। টোকিও অলিম্পিক্সে গলফের ব্যক্তিগত ইভেন্টে শেষ করলেন চার নম্বরে।
গলফে বিশ্ব ক্রমতালিকায় তিনি ২০০ নম্বরে। তবুও তাবড় গলফারদের বিরুদ্ধে টক্কর দিলেন তিনি। এদেশে গলফ বহু মানুষের কাছে অপিরিচিত এক খেলা। তবুও অদিতি অশোক ব্যাপক সাড়া ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অল্পের জন্য পদক হাতছাড়া হল তাঁর। টোকিও অলিম্পিক্সে গলফের ব্যক্তিগত ইভেন্টে শেষ করলেন চার নম্বরে।
advertisement
2/5
অদিতির লড়াউইকে কুর্ণিশ জানিয়েছে দেশবাসী। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর লড়াইয়ের প্রশংসা করেছেন। প্রথম তিন রাউন্ডের শেষে দুই নম্বরে ছিলেন অদিতি। তবে শেষ পর্যন্ত প্রথম তিনের মধ্যে থাকতে পারলেন না।
অদিতির লড়াউইকে কুর্ণিশ জানিয়েছে দেশবাসী। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর লড়াইয়ের প্রশংসা করেছেন। প্রথম তিন রাউন্ডের শেষে দুই নম্বরে ছিলেন অদিতি। তবে শেষ পর্যন্ত প্রথম তিনের মধ্যে থাকতে পারলেন না।
advertisement
3/5
চতুর্থ রাউন্চে ১৭তম হোলে বার্ডি মারতে হত অদিতি অশোককে। কিন্তু তিনি পারস মেরহে বসেন। আর তাতেই পদক জয়ের দৌড় থেকে ছিটকে যান।  তবে ২৩ বছরের গলফারের প্রশংসায় গোটা দেশ।
চতুর্থ রাউন্চে ১৭তম হোলে বার্ডি মারতে হত অদিতি অশোককে। কিন্তু তিনি পারস মেরহে বসেন। আর তাতেই পদক জয়ের দৌড় থেকে ছিটকে যান। তবে ২৩ বছরের গলফারের প্রশংসায় গোটা দেশ।
advertisement
4/5
অদিতি অশোক এদিন পাঁচটি বার্ডি মারেন। ৫, ৬, ৮, ১৩ এবং ১৪তম হোলে বার্ডি মারেন তিনি। দুটি বগিও মারেন। ৯ ও ১১তম শট থেকে তিনি পয়েন্ট অর্জন করেন। শেষ রাউন্ড শেষে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮-তে দাঁড়ায়। ১৫ আন্ডার ২৬৯ পয়েন্টে থামেন ভারতীয় গল্ফার।
অদিতি অশোক এদিন পাঁচটি বার্ডি মারেন। ৫, ৬, ৮, ১৩ এবং ১৪তম হোলে বার্ডি মারেন তিনি। দুটি বগিও মারেন। ৯ ও ১১তম শট থেকে তিনি পয়েন্ট অর্জন করেন। শেষ রাউন্ড শেষে অদিতির স্কোর থ্রি আন্ডার ৬৮-তে দাঁড়ায়। ১৫ আন্ডার ২৬৯ পয়েন্টে থামেন ভারতীয় গল্ফার।
advertisement
5/5
অদিতির ইভেন্টে সোনা জিতেছেন আমেরিকার নেলি কোরদা। রুপো জিতেছেন জাপানের মোনে ইনামি। নিউ জিল্যান্ডের লিদিয়া কো ব্রোঞ্জ পেয়েছেন।
অদিতির ইভেন্টে সোনা জিতেছেন আমেরিকার নেলি কোরদা। রুপো জিতেছেন জাপানের মোনে ইনামি। নিউ জিল্যান্ডের লিদিয়া কো ব্রোঞ্জ পেয়েছেন।
advertisement
advertisement
advertisement